টলিউডের একজন প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি (Shubhashree Ganguly)অভিনয়ের মাধ্যমে ক্রমাগত মন জয় করে গেছেন অনুরাগীদের। বর্তমানে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এর বিচারকের আসনেও রয়েছেন শুভশ্রীকে। অভিনয়, কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ তিনি। নিজের কাজকর্ম, ঘোরাফেরা, বিভিন্ন পোশাকে ফটোশুটের বিভিন্ন ফটোও শেয়ার করে থাকেন প্রায়ই। কিছুদিন আগেই এক নতুন সাংবাদ দিলেন তিনি, আনন্দ সংবাদ।
আরো পড়ুন : বাংলাদেশের নায়িকা হয়েও নেই অহংকার! বয়য়স্কদের মুখে অন্ন তুলে দিয়েই জন্মদিন পালন ইধিকার
দ্বিতীয়বার মা হবার খবর সংবাদ।সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে আবারও শেয়ার করলেন কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি (Shubhashrees Hot Look)। যেখানে শুভশ্রীকে কমলা রঙের একটি স্লিভলেস শর্ট ড্রেস পরে দেখা যায়। যেটি মেরুন ও গ্রে রঙের ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে। ড্রেসটিতে হাই নেক ও নিচের অংশে রয়েছে রাফল ডিজাইন। এটি একটি ফ্লেয়ার ড্রেসটি গরমের জন্য বেশ কম্ফর্টেবল।
আরো পড়ুন : ৮ বছরে চেহারার আমূল পরিবর্তন, সেই ছোট্ট ভুতু এখন কত সুন্দরী হয়েছে দেখুন
ড্রেসের সাথে মানানসই উজ্জ্বল মেকআপ, চোখে রয়েছে কমলা আইলাইনার, ঠোঁটে ন্যুড পিচ শেডের লিপস্টিক ব্যবহার করেছেন শুভশ্রী। এবং গালে রয়েছে পিচ রঙের ব্লাশারের ব্যবহার। চুলে হলুদ, কমলা ও সাদা রঙের রিবন দিয়ে সরু সরু বিনুনি করা রয়েছে। ডান হাতে পোশাকের সাথে মানানসই সোনালি কারুকার্য করা ব্রেসলেট ও পায়ে রয়েছে ব্রাউন রঙের হাই বুটস পড়েছেন তিনি।
View this post on Instagram
তাঁর এই লুক বেশ পছন্দ করেছেন সকলেই। তাঁর এই ভিডিওটিতে ইতিমধ্যেই ১৬হাজার লাইক ও অনেক কমেন্ট করেছেন তাঁর ভক্তরা। শুভশ্রীর ছবিতে মৌনি রায় কমেন্ট করেছেন, ‘দারুণ লাগছে তাঁকে। সাথে লাল রঙের হার্ট ইমোজি।’ ফ্যাশন ফটোগ্রাফার সুদীপ্ত চন্দ লিখেছেন ‘বোহো কুইন।’ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী।গর্ভাবস্থার একদম প্রারম্ভিক পর্যায়ে রয়েছেন তিনি। তাই তাঁর বেবিবাম্প এখনও সেরকম বোঝা যাচ্ছে না।