বলিউডের সেক্সি ডিভা শিল্পা শেট্টি (Shilpa Shetty)। হটনেসে এক্কেবারে ওভারলোডেড তিনি। যত দিন বাড়ছে তিনি যেন আরও সুন্দরী হয়ে উঠছেন । ৪৮ বয়সী এই অভিনেত্রী বর্তমানে দেশের প্রতিটি তরুণীর আইকন। ইন্দো থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই তিনি মানানসই।
এই বয়সে দাঁড়িয়েও তাঁর রূপ, গ্ল্যামার, হট লুকে মূর্ছা যান দেশের পুরুষ মহল। ২ সন্তানের মা তিনি, কিন্তু তাঁর টানটান ফিগারের জৌলুসে হার মানে যে কোনও তরুণীরা। তবে তাঁর পোশাক সবসময়ই নেটপাড়ার গসিপের মুচমুচে টপিক।
কঠোর যোগার মাধ্যমেই তাঁরা আজ ফিগারের দিক দিয়ে তরুণীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। যাই হোক, দিন কয়েক আগেই শিল্পা শেট্টির (Shilpa Shetty) একটি সুইমিং কস্টিউম পরা ছবি ভাইরাল হয়েছিল। যা দেখে একেবারে চোখ কপালে ওঠে নেট বাসিন্দাদের। নব্বই দশকের এই অভিনেত্রীর ফিটনেস, স্টাইল, সাহসিকতা সবসময়ই আলোচনায় থাকে।
অনেকের মতে, শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং মালাইকা অরোরার বয়স বাড়বে না কোনও দিনও। কঠোর যোগার মাধ্যমেই তাঁরা আজ ফিগারের দিক দিয়ে তরুণীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। যাই হোক, দিন কয়েক আগেই শিল্পা শেট্টির একটি সুইমিং কস্টিউম পরা ছবি ভাইরাল হয়েছিল। যা দেখে একেবারে চোখ কপালে ওঠে নেট বাসিন্দাদের।
কিছুদিন আগেই একটি ফুড কোম্পানিতে বিনিয়োগ করলেন তিনি। যেখানে শুধুই স্বাস্থ্যকর খাবার পাওয়া যাবে। অভিনেত্রী (Shilpa Shetty) তাঁর জীবনের নানা আপডেট দিয়ে সবসময়ই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভরিয়ে রাখেন। কিছুদিন আগেই পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন শিল্পা।
ছবি দেখে কেউ বিশ্বাস করতে পারবেন না যে তার বয়স ৫০ ছুঁইছুঁই। পরবর্তীতে তাঁকে দক্ষিণী ছবি ‘কেডি’ ও ‘সুখী’ তে দেখা যাবে। এছাড়াও রোহিত শেট্টির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এও দেখা যাবে তাঁকে।
বিদেশ ভ্রমণে গিয়েই হোটেলের সুইমিং পুলের সামনে সুইমিং কস্টিউম পরে চরম বোল্ড অবতারের ধরা দেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। তার এই লুকের একটি ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।