শাহিদ-করিনা কাপুর (Kareena Kapoor) –র জুটি তো সকলেরই বেশ পছন্দের। তাদের প্রেমে হাবুডুবু খাওয়ার গল্পও সকলেরই জানা।কিন্তু যব উই মেট (Jab We Met) -এর শ্যুটিংয়ের পর শাহিদ-করিনার বিচ্ছেদের খবর যখন প্রকাশ্যে আসে, তখন তোলপাড় হয়ে যায় বি টাউন। কিন্তু এর মধ্যে আবার এত বছর পর নিজেদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শাহিদ কাপুর (Shahid Kapoor)।
তাল এবং দিল তো পাগল হ্যায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কর্মজীবন শুরু করার পর, শাহিদ কপুর (Shahid Kapoor) ২০০৩ সালে রোম্যান্টিক ড্রামা ইশক ভিশক-এ প্রধান নায়ক হিসাবে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অভিনেতার পরবর্তী ছবি ফিদায় করিনা কপুরের বিপরীতে অভিনয় করেছিলেন।আর সেই ছবির শুটিং করতে গিয়েই তখন থেকেই করিনার সঙ্গে প্রেমের শুরু শাহিদ কাপুরের (Shahid Kapoor)।
তার পরে জুটি বেঁধে একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। তাকেই বিয়ে করবেন, এমনটা ভেবেও ফেলেছিলেন নায়িকা। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৭ সালে শাহিদ (Shahid Kapoor) এবং করিনা মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আর সেই বিচ্ছেদের পর তাদের নানা বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল।
তবে করিনার সঙ্গে বিচ্ছেদের পর কাপুর বাড়ির মেয়ে মুখ না খুললেও প্রকাশ্যে বেশ কিছু মন্তব্য করেন শাহিদ (Shahid Kapoor)। যদিও এখন দু’জনেই বিবাহিত। শাহিদ (Shahid Kapoor) বিয়ে করেছেন মীরা রাজপুতকে। অন্য দিকে, বলিউডের নবাব সইফ আলি খানের সঙ্গে সংসার পেতেছেন করিনা কপূর খান। তবুও আরও একবার করিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তিনি।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা শাহিদকে তার আর করিনার ব্রেকআপ হওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। যদিও প্রথমে প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন নায়ক। তা অস্বস্তিতে পড়ার তো কথাই যদিও তিনি তারপর করিনার আর তার বিচ্ছেদ প্রসঙ্গে সাংবাদিকদের উত্তর দেন। সেদিন শাহিদ জানিয়েছেন, ‘এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কথা বলার না সময় নয় ৷ কারণ, এই ঘটনার বহু বছর হয়ে গিয়েছে ৷ তবে এইটুকুই বলতে চাই ৷ কিছু কিছু রহস্য, সারাজীবন রহস্য থাকাই ভালো ৷ তাহলে দুনিয়ার সব কিছু ঠিক থাকে।’ বেশ বুদ্ধিমত্তার সাথে উত্তর জানিয়েছেন তিনি।