শ্রাবণ শুরুর আগেই ঘরে এই ৫ জিনিস অবশ্যই আনুন, ভোলেবাবার দয়ায় কপাল খুলে যাবে

শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মহাদেবের প্রিয় মাস। পুরান মতে শ্রাবণ মাসেই মহাদেব ফলাফল পান করেছিলেন। আর সৃষ্টিকে বাঁচাতে হয়ে উঠেছিলেন নীলকন্ঠ। ১৮ ই জুলাই থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাস। অনেকেই বাস্তুশাস্ত্র মানেন। তাদের জন্যেই আজকের এই প্রতিবেদনটি। শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই কয়েকটি জিনিস অবশ্যই ঘরে কিনে আনুন। যা আপনার পরিবার ও বাড়িকে সুখ সমৃদ্ধিতে ভরে দেবে।

Image 225, শ্রাবণ শুরুর আগেই ঘরে এই ৫ জিনিস অবশ্যই আনুন,ভোলেবাবার দয়ায় কপাল খুলে যাবে, শ্রাবণ শুরুর আগেই ঘরে এই ৫ জিনিস অবশ্যই আনুন, ভোলেবাবার দয়ায় কপাল খুলে যাবে

১. রুদ্রাক্ষ :- রুদ্রাক্ষ মহাদেবের অঙ্গ ভুষণ। তাই আপনারা চাইলে এই মাসে রুদ্রাক্ষ কিনে ধারণ করতে পারেন। আবার বাড়িতেও রাখতে পারেন। বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে।

২. গঙ্গাজল :- দেবী গঙ্গাকে মাথার জটায় ধারণ করে রেখেছেন মহাদেব। মহাদেবের অতি প্রিয় ভক্ত হলেন দেবী গঙ্গা। গোটা শ্রাবণ মাস ধরে বাড়িতে গঙ্গাজল ছেটালে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

৩. রুপোর ব্রেসলেট :- শ্রাবণ মাসের রুপোর বালা কিনতে পারেন। মহিলারা চাইলে এর উপর পায়ের তোরা পরতে পারেন এই মাসে। এর ফলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

৪. পারদ শিবলিঙ্গ :- শ্রাবণ মাস শুরু হওয়ার আগে অবশ্যই বাড়িতে পারদ শিবলিঙ্গ আনার চেষ্টা করুন। মনে করা হয় বাড়িতে পারদ শিব লিঙ্গ থাকলে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয়। সংসারে সকল দুঃখ, কষ্ট, বাধা ,বিপত্তি দূর হয়ে যায় মহাদেবের আশীর্বাদে।

৫. ত্রিশূল :- শ্রাবণ মাসে এর উপর অথবা তামার ত্রিসুল কিনে ঘরে রাখতে পারেন। মনে করা হয় এর ফলে কোন বিপদ অথবা অশুভ শক্তি কোন প্রকার ক্ষতি করতে পারে না।

Leave a Comment