
বলি পাড়ার অন্যতম দুজন উজ্জ্বল তারকা হলেন সলমন খান ও রেখা।এই দুইজনের মধ্যে একটি বিষয়ে বিরাট মিল আছে ত হল দুইজনের জীবনে বহু তারকা আলাদা আলাদা সময়ে প্রেমের বার্তা নিয়ে এসেছেন।তবে বার বার প্রেমের সম্পর্কে জড়ালেও সলমন ও রেখা দুইজনেই এখনও সিঙ্গেল।এই সলমন খানই নাকি কোনো এক সময় রেখা কে বিবাহ করতে চেয়েছিলেন!এটা কি সত্য? না এটি পুরোপুরি গুজব? আজকের এই প্রতিবেদনে তা নিয়েই আলোচনা করব,আসুন দেখে নেওয়া যাক।
জানা যায়,খুব কম বয়সেই সলমন খান অভিনেত্রী রেখাকে পছন্দ করে ফেলেছিলেন।খুব সহজ ভাবে বলতে গেলে,সলমনের ছেলেবেলার ভালোবাসা হলেন রেখা।এমনও বলা হয়, সলমনের নাকি স্বপ্ন ছিল যে, রেখাই পত্নী হবেন।জানা যায়, রেখার ‘উমরাও জান’ সিনেমা দেখে সলমন খান তার প্রেমে পড়ে গেছিলেন।এগুলো কিন্তু একেবারেই রটনা বা গুজব নয়,রেখা নিজেই এক সাক্ষাৎকারে ঘটনাগুলি জানিয়েছিলেন।এত কিছু যখন সত্যি তখন রেখা ও সলমন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না?তা নিয়েই আমাদের আলোচনা।
বলিপাড়ার অন্যতম জনপ্রিয় দুই তারকা রেখা ও সলমনের এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে।এই ভিডিওতেই দেখা যাচ্ছে রেখা দাবি করছেন, সলমন খুব ছোটবেলা থেকেই তাঁর উপরে ক্রাশ খেয়ে বসে আছেন এবং তিনি নিজেও এই বিষয়টা জানেন। তিনি একইসাথে আরও জানান যে, তিনি হাঁটতে বেরোলেই তখন ৭-৮ বছর বয়সী সলমন তাঁর পিছু নিতেন।
View this post on Instagram
প্রেম-ভালোবাসার প্রকৃত অর্থ যখন স্পষ্ট নয় তখনই রেখা দখল করে নিয়েছিলেন ছোট সলমনের মন।ওই ভিডিও থেকেই জানা যায়,সলমন নাকি একবার রেখাকে বিয়ে করার জন্য বাড়িতে জেদ করে বসেন। তিনি নাকি মনে মনে প্রায় ঠিকই করে নিয়েছিলেন যে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রেখাকে বিয়ের প্রস্তাব দেবেন।
তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সলমনের জীবনে একেক সময়ে একাধিক নারীর আগমন ঘটে এবং তার জীবনে প্রেম রেখা থেকে অন্যদিকে চলে যায়।তবে আজও সলমন খান,রেখা দুজনেই সিঙ্গেল।দুজনের জীবনেই প্রেম এসেছে বারবার।কিন্তু টিকে থাকেনি।
One Comment