Entertainment

সিরিয়াল করেই কোটিপতি! এই বাঙালি নায়িকার পারিশ্রমিক জানলে সালমান-অমিতাভও মুখ লুকাবে

বিনোদন জগতে সিনেমা কিংবা ওয়েব সিরিজ শুধু নয় সিরিয়ালে অভিনয় করেও বিরাট বিলাসবহুল জীবনযাপন করে থাকেন অভিনেতা অভিনেত্রীরা। হিন্দি সিরিয়ালের জগতে এমন বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাঁদের পারিশ্রমিক নিমেষে টেক্কা দিতে পারে বলিউডের জনপ্রিয় নায়িকাদের।পারিশ্রমিকের নিরিখে এগিয়ে থাকা এই অভিনেত্রীদের তালিকায় বর্তমানে সবার প্রথমেই রয়েছেন একজন বাঙালি অভিনেত্রী। আজকের প্রতিবেদনে থাকল মেগা সিরিয়ালের সেইসব অভিনেত্রীদের তালিকা। বর্তমানে সিরিয়ালে অভিনয় করে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করছেন যিনি তিনি হলেন স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ বাঙালি অভিনেত্রী রূপালী গাঙ্গুলী।

সিরিয়াল করেই কোটিপতি! এই বাঙালি নায়িকার পারিশ্রমিক জানলে সালমান-অমিতাভও মুখ লুকাবে

উল্লেখ্য আসলে স্টার জলসার বাংলা সিরিয়াল শ্রীময়ীর নকল। এই ধারাবাহিকে অভিনয় করেই রুপালি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। জানা যাচ্ছে এই অনুপমা সিরিয়ালের প্রতিটি পর্বে অভিনয়ের জন্য এপিসোড পিছু রূপালী পারিশ্রমিক নিয়ে থাকেন তিন লক্ষ টাকা। যার ফলে তাঁর মাসিক আয় গিয়ে পৌঁছায় ৭৫ লক্ষ থেকে এক কোটি টাকায়। রিস্তা কেয়া কেহলাতা হে’ খ্যাত অক্ষরা অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের অভিনয় জীবনে নায়িকা এবং খল নায়িকা উভয়চরিত্রে অভিনয় করেই দারুন জনপ্রিয়তা পেয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।

সিরিয়াল করেই কোটিপতি! এই বাঙালি নায়িকার পারিশ্রমিক জানলে সালমান-অমিতাভও মুখ লুকাবে

জানা যাচ্ছে এখন প্রত্যেকটি সিরিয়ালের এপিসোড পিছু ২ লক্ষ টাকা পারিশ্রমিক পান হিনা। যার ফলে তার মাসিক উপার্জন গিয়ে পৌঁছায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার আশেপাশে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এই নায়িকাদের তালিকায় রয়েছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি হলেন রুবিনা দিলাইক। ছোটপর্দায় রাধিকা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি । পরবর্তীতে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণ করেই ভাগ্যের চাকা ঘুরে যায় এই অভিনেত্রীর। জানা যায়, বিগ বস থেকে প্রতি সপ্তাহে ৫ লক্ষ টাকা উপার্জন করতেন রুবিনা। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করে ২০ থেকে ২৫ লক্ষ টাকা উপার্জন করেন এই অভিনেত্রী।

সিরিয়াল করেই কোটিপতি! এই বাঙালি নায়িকার পারিশ্রমিক জানলে সালমান-অমিতাভও মুখ লুকাবে

এছাড়াও হিন্দি সিরিয়ালের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তেজস্বী প্রকাশ। নাগিন সিরিয়াল করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তেজস্বী। তবে পরবর্তীতে বিগবস সিজন ১৫ তে বিজয়ী হওয়ার পর সারা দেশে জনপ্রিয়তা পান তিনি। জানা যায় এই শোতে অংশ নিয়ে প্রতি সপ্তাহে তিনি ১০ লক্ষ টাকা উপার্জন করতেন। বর্তমানে ধারাবাহিকের প্রতিটি এপিসোড পিছু তার উপার্জন দু’লক্ষ টাকা। যার ফলে বর্তমানে অভিনেত্রী মাসিক উপার্জন গিয়ে দাঁড়িয়েছে ৪০ লক্ষ টাকা।হিন্দি সিরিয়ালের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত আরো একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রদ্ধা আর্য। জানা যায় এই অভিনেত্রী ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করার জন্য ১ লক্ষ টাকা পারিশ্রমিক পান। যার ফলে তাঁর মাসিক আয় দাঁড়ায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button