ছেলে কলকাতায় এলে আমরাও একসাথে শুই! ‘মা-ছেলের ফুলশয্যা’ বিতর্কে বিস্ফোরক মানালির পর্দার শাশুড়ি।
জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের (Bengali Serial) ফুলশয্যা বিতর্ক যেন কিছুতেই থামছে না।
ফুলশয্যার (Flower Bed) খাটে মা-ছেলের শোওয়া নিয়ে চর্চা-আলোচনা হয়েই যাচ্ছে ।শিমূলের শাশুড়ি ছেলে-বৌমার ফুলশয্যা নষ্ট করার জন্য যা করেছেন তা মেনে নিতে পারছেন না অনেকেই। অবশেষে এই বিতর্কে মুখ খুললেন মানালি দের (Manali Dey) অনস্ক্রিন শাশুড়ি তথা অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)।
কার কাছে কই মনের কথা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমূল-পরাগের ফুলশয্যার রাতে দরজার কড়া নাড়ছে শাশুড়ি মা। হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। সেই কারণে ছেলের কাছে ছুটে আসেন শিমূলের শাশুড়ি। সিরিয়ালে দেখানো হয়, সেই রাতে ছেলের সঙ্গেই শুয়ে পড়েছেন তিনি।
ফুল দিয়ে সাজানো ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে পরাগ এবং পরাগের মা। অপরদিকে যার ফুলশয্যা অর্থাৎ শিমূল শুয়েছে সোফার ওপর। আর দৃশ্য সম্প্রচারিত হওয়ার পরেই শুরু হয়েছে বিতর্ক। একেক জন নেটাগরিক একেক রকম কমেন্ট করছেন। এই যুগে দাঁড়িয়েও সিরিয়ালে এসব দৃশ্য দেখানো হচ্ছে দেখে চটে গিয়েছেন অনেকেই।
ফুলশয্যার খাটে মা-ছেলের শোওয়ার ঘটনা নিয়ে প্রসঙ্গে একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে মানালি দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু অভিনেত্রীকে ফোনে পাওয়া যায়নি। তবে এই বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন মানালির অনস্ক্রিন শাশুড়ি অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী।
সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে রীতা বলেন, ‘প্রথমে সমাজমাধ্যমে কী লেখা হচ্ছে সেটা আমি জানি না। কারণ আমি নিজে ফেসবুক বা ইনস্টাগ্রামে একেবারেই সক্রিয় নই। সিরিয়ালে যা দেখানো হয়েছে, সেটার জন্য শহুরে পরিবার অথবা মায়েরা হয়তো মিল পাবেন না। তবে লেখক কিছু একটা ভেবেই এমন দৃশ্য লিখেছেন’। রীতা বলেছেন ‘যারা ছেলের সঙ্গে মায়ের ফুলশয্যার মতো কটূক্তি করছেন , সেই বিষয়ে আমি বলবো এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন। আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় ফিরলে আমরা একসঙ্গে শুই’।