News

চেনেন পশ্চিমবঙ্গের মুকেশ আম্বানিকে? চমকে দেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ, জেনে নিন পরিচয়!

আপনাদের যদি পশ্চিমবঙ্গের সব থেকে ধনী ব্যক্তি কে? তার উত্তর কি দিতে পারবেন? পশ্চিমবঙ্গের সব থেকে ধনী ব্যক্তির রইল পরিচয়।

ভারত সবথেকে ধনী ব্যক্তি হলেন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)‌ এবং বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক (Elon Musk)। এই দুইজন বিখ্যাত ব্যক্তির নাম প্রায়ই খবরে শোনা যায়। কিন্তু আপনারা কি পশ্চিমবঙ্গের সব থেকে ধনী ব্যক্তির নাম জানেন? অনেকের কাছেই হয়ত এই প্রশ্নের উত্তর জানা নেই। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ধনকুবেরের সম্পর্কে।

চেনেন পশ্চিমবঙ্গের মুকেশ আম্বানিকে? চমকে দেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ, জেনে নিন পরিচয়!

তাঁর বিষয়ে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পশ্চিমবঙ্গের সবথেকে ধনী ব্যবসায়ীর নাম বেনু গোপাল বাঙ্গুর (Benu Gopal Bangur)। তিনি শ্রী সিমেন্টের চেয়ারম্যান। খুব কম মানুষই তাঁর সম্বন্ধে জানেন। বেনু গোপাল বাঙ্গুর ১৯৩১ সালে একটি মারওয়ারি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর বয়স ৯২ বছর। তিনি ভারতের প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) থেকে নিজের পড়াশোনা করেছেন বেনু গোপাল তিনি (BENU GOPAL BANGUR)।

১৯৭৯ সালে শ্রী সিমেন্টে প্রতিষ্ঠা হয়। শ্রী আল্ট্রা জং রোধক, বাঙ্গুর সিমেন্ট ও রক স্ট্রং নামে ব্র্যান্ডেড সিমেন্ট বিক্রি করে এই কোম্পানিটি। বর্তমানে অন্ধ্রপ্রদেশে একটি ২০০ মিলিয়ন ডলারের সিমেন্ট প্লান্ট তৈরি করেছেন তাঁরা। এখন শ্রী সিমেন্টের বাজার দর ৮৯ হাজার ৭৫০ কোটি টাকা। এই কোম্পানি এখন ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। এই কোম্পানির সাফল্যের পিছনে রয়েছে বেনু গোপাল বাঙ্গুর এর অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তা। কিন্তু ১৯৯০ সাল থেকে তাঁর ছেলে হরি মোহন বাঙ্গুর (Hari Mohan Bangur) এই ব্যবসা সামলাচ্ছেন।

চেনেন পশ্চিমবঙ্গের মুকেশ আম্বানিকে? চমকে দেবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ, জেনে নিন পরিচয়!

প্রসঙ্গত উল্লেখ্য, উনিশ শতকের শেষ দিকে এই ব্যবসা শুরু হয়েছিল বেনু গোপাল বাঙ্গুরের ঠাকুরদা মুঙ্গি রাম বাঙ্গুরের হাত ধরে (Mungi Ram Bangur)। মুঙ্গি রাম বাঙ্গুর সেই সময় একজন স্টক ব্রোকার ছিলেন। এই ব্যবসা ১৯৯১ সালে বিভক্ত হয়ে যায় তাঁর ৫ উত্তরসূরীর মধ্যে। তা ভাগ হয়েছিল মুঙ্গি রামের ৪ নাতি, আর রাম কুঁয়ারের ১ জন নাতির মধ্যে। সেখান থেকেই একটি ভাগ পেয়েছিলেন বেনু গোপাল বাঙ্গুর। এখন বেনু গোপাল বাঙ্গুরের মোট সম্পত্তির পরিমাণ ৬.৭ বিলিয়ন ডলার। তাঁর দুই সন্তান রয়েছে। ছেলে হরি মোহন বাঙ্গুর আইআইটি থেকে স্নাতক পাস করে এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্ব সামলাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button