News

Jio Bharat Phone: মাত্র 999 টাকায় নতুন ফোন, রয়েছে UPI-এর সুবিধাও, জলের দরে ‘স্মার্ট’ ফিচার ফোন নিয়ে এল Jio

Reliance Jio এর পক্ষ থেকে বাজারে কম দামি একটি চমৎকার 4G ফিচার ফোন লঞ্চ করা হল। এই ফোনটির নাম Jio Bharat 4G Phone। কম দামের সস্তার এই ফোন লঞ্চ করার পিছনে কোম্পানির একটাই উদ্দেশ্য ছিল,যা হল ‘2G মুক্ত ভারত’। এই ফোনটি লঞ্চ করা হয়েছে দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Karbonn-এর সঙ্গে জুটি বেঁধে।সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই তারা অন্যান্য ব্র্যান্ডের সাথেও জুটি বেঁধে সস্তার মডেল লঞ্চ করবে। এই ফোনটির দাম করা হয়েছে ৯৯৯ টাকা।

Jio Bharat Phone: মাত্র 999 টাকায় নতুন ফোন, রয়েছে Upi-এর সুবিধাও, জলের দরে ‘স্মার্ট’ ফিচার ফোন নিয়ে এল Jio

আরও পড়ুন :বাড়ির ছাদেই দুর্দান্ত নাচ ‘পান্তা ভাতের কুন্ডু’র, অসাধারণ নৃত্যভঙ্গী দেখে মুগ্ধ নেটপাড়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Jio Bharat Phone: মাত্র 999 টাকায় নতুন ফোন, রয়েছে Upi-এর সুবিধাও, জলের দরে ‘স্মার্ট’ ফিচার ফোন নিয়ে এল Jio

7 জুলাই, 2023 থেকে এই ফোন বাজারে বিক্রি হতে শুরু করবে।এই Jio Bharat ফোনটি দেখতে অন্যান্য ফিচার ফোনের মতোই। যদিও ফিচার ফোনের সাথে পার্থক্য, এটি একটি স্মার্ট 4G ফোন, যাতে কিপ্যাড রয়েছে। Jio Bharat ফোনের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে।ফোনটি দিয়ে ছবি তোলার পাশাপাশি JioPay-র মাধ্যমে UPI পেমেন্টও করা যাবে। JioCinema, JioSaavan এবং FM Radio-র সাপোর্ট থাকছে এই ফোনে।

আরও পড়ুন :রঙ্গবতী ও রঙ্গবতী, হাঁটুর বয়সী যুবকের সঙ্গে রোমান্টিক গানে নাচ রানু মন্ডলের, তুমুল ভাইরাল ভিডিও

Jio Bharat Phone: মাত্র 999 টাকায় নতুন ফোন, রয়েছে Upi-এর সুবিধাও, জলের দরে ‘স্মার্ট’ ফিচার ফোন নিয়ে এল Jio

এই মুহুর্তে Bharat 4G ফোনের মোট দুটি মডেল লঞ্চ করা হয়েছে।এই দুটির মধ্যে একটি ফোনের ব্যাক কভারে রয়েছে Jio লোগো।আর অন্য একটি মডেলের পিছনে রয়েছে Karbonn লোগো।এই ফোনের জন্য মূলত Reliance Jio দুটি Jio Bharat প্ল্যানও লঞ্চ করেছে। এই দুটি প্ল্যান যথাক্রমে 123 টাকা,যাতে পাওয়া যাবে সব মিলিয়ে 14GB ডেটা ও 1234 টাকা,যাতে পাওয়া যাবে মোট 168GB ডেটা।দুটি প্ল্যানেই রয়েছে আনলিমিটেড কলিংয়ের অফার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button