News

Rath Yatra 2023 Date & Time: সামনেই জগন্নাথদেবের রথযাত্রা! কখন পুজো শুরু? জানুন শুভমুহূর্ত

সামনেই বাঙালির অন্যতম উৎসব রথযাত্রা।রথযাত্রা মানে মূলত প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তাদের মাসির বাড়ি বেড়াতে যাওয়ার উৎসব।কথিত আছে স্নানযাত্রায় স্নানের পর শারীরিক অসুস্থতার মুখোমুখিতে পড়েন প্রভু শ্রী জগন্নাথ,আর এই কারণে তিনি স্নানযাত্রার পরে এই সময়টা চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন থাকেন। এই সময় কালকে বলা হয় অনসর কাল।চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রভু শ্রী জগন্নাথদেব ভক্তগণের থেকে আলাদা থাকেন।

এই অনসর কালে রাজবৈদের চিকিৎসা এবং সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠার পরেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নিজ নিজ রথে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে নিজের বাড়ি থেকে সপ্তাহকালের জন্য তাদের মাসির বাড়ি বেড়াতে যান।এই বেড়াতে যাওয়ার উৎসবই পরিচিত জগন্নাথদেবের রথযাত্রা নামে।এই রথযাত্রা প্রভু শ্রী জগন্নাথ দেবের ভক্তদের কাছে তথা হিন্দু সমাজের কাছে এক অন্যতম উৎসব।

রথযাত্রার তিথি অত্যন্ত শুভ তিথি।এই তিথিতে শ্রী জগন্নাথ ধাম নামে পরিচিত ওড়িশার পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ-সমগ্র ভারতবর্ষে এমনকি, ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে যেসমস্ত জায়গায় জগন্নাথ দেবের ভক্তরা থাকেন সেই সমস্ত জায়গায় খুব ধুমধাম করে জগন্নাথদেবের রথযাত্রা পালিত হয়। হিন্দুশাস্ত্র উল্লেখ রয়েছে জগন্নাথ দেব,বলরাম এবং সুভদ্রা যেই রথে চড়ে মাসির বাড়ি যান সেই রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও মানুষ পূন্য লাভ করে। এই রথযাত্রার দিনে যে কোনো শুভ কাজ শুরু করা যায়।

আসুন দেখে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে রথযাত্রা কবে।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তৃতীয়া তিথি আরম্ভ বাংলার ৫ আষাঢ়,ইং-২০ জুন,মঙ্গলবার।সময়- দুপুর ১ টা ৯ মিনিট।তৃতীয়া তিথি শেষ বাংলার ৬ আষাঢ়,ইং ২১ জুন, বুধবার দুপুর ৩ টে ১০ মিনিট। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে,তৃতীয়া তিথি আরম্ভ বাংলার ৪ আষাঢ়,ইং ২০ জুন, মঙ্গলবার।সময়-ঘ ১১ টা ২৫ মিনিট ১৪ সেকেন্ড।তৃতীয়া তিথি শেষ বাংলার ৫ আষাঢ়,ইং ২১ জুন, বুধবার।সময়– ঘ ১ টা ৯ মিনিট ১০ সেকেন্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button