বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bengali Flim Industry) একজন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। ৮০ দশকের আগে থেকে তিনি বাংলা ছবিতে কাজ করে চলেছেন। প্রায় ৫০ বছর তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন। এবার এই অভিনেতার অবসর নেওয়ার পালা। সূত্র অনুসারে জানা যাচ্ছে, এই বর্ষীয়ান অভিনেতা এবার অবসর নিতে চলেছেন। চলুন বিস্তারিত জেনে নিন।
অবসর নিচ্ছেন রঞ্জিত মল্লিক
একসময় বহু বাংলা ছবির মুখ্য চরিত্রে কাজ করেছেন রঞ্জিত মল্লিক। যাকে আজ কাল আজ কাল সেভাবে পর্দায় দেখা যায় না। দীর্ঘদিনের এই অভিনয় জীবনে তিনি ভালো বাসাও পেয়েছেন অনেক। মানুষ আজও তাঁর অভিনয় দেখতে পছন্দ করেন। তবে জানা যাচ্ছে এবার অবসর নিতে চলেছেন তিনি। কিন্তু এই অবসর অভিনয় জীবন থেকে নয়। বরং একটি নতুন ওয়েব সিরিজে তাঁকে অবসর নিতে দেখা যাবে।
নতুন ওয়েব সিরিজে কাজ করেই কি তবে অবসর নেবেন?
ঠিক বিষয়টা স্পষ্ট হলো না তাই তো? চলুন স্পষ্ট করে বলি। অভিনেতা একটু নতুন ওয়েব সিরিজে (New Web series) কাজ করেছে। এই ওয়েব সিরিজের মাধ্যমেই তিনি দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন। অবিনাশ ঘোষের রিটায়ারমেন্ট প্ল্যানকে কেন্দ্র সাজানো হয়েছে ওয়েব সিরিজের কাহিনী। এ ছবিতে দেখা যাবে মেয়ে কোয়েল মল্লিককেও। বাপ-বেটিতে একসঙ্গে কাজ করছে এই ওয়েব সিরিজে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ও হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) পরিচালিত ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’ (Ghosh Babu Retirement Plan) ওয়েব সিরিজটি ১১ই আগস্ট আড্ডাটাইমস (Addatimes) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজেই তাকে অবসর নিতে দেখা যাবে।
দীর্ঘ সাত বছর অবসরেই ছিলেন তিনি- জানান অভিনেতা
প্রসঙ্গত, অভিনয় থেকে অবসর নেওয়ার বিষয়ে তিনি বলেন, দীর্ঘ সাত বছর তিনি অবসরেই ছিলেন। মাঝেমধ্যে দু’একবার পর্দায় মুখ দেখিয়েছেন দর্শকদের অনুরোধে। এবারও দর্শকদের অনুরোধ রাখতেই তিনি আবারো পর্দায় ফিরছেন। বর্তমানে ছবির ধরন পাল্টেছে ওয়েব সিরিজে যৌন দৃশ্য দেখানোর প্রবণতা বেড়েছে। এ প্রসঙ্গেও মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন পরিবারের সঙ্গে দেখা যাবে না এমন ছবিতে তিনি আগেও কাজ করেননি, এখনো তিনি কাজ করবেন না। বিভিন্ন বয়সের দর্শক রয়েছে তার, আর তাদের তিনি অমর্যাদা করতে পারবেন না।