Tele Cine Awards: ফের নতুন রেকর্ড! নতুনদের হারিয়ে বছরের সেরা ছবির পুরস্কার পেল অপরাজিত-প্রজাপতি

সম্প্রতি মুক্তি পাওয়া দুটি সিনেমা জায়গা করে নিল সেরার সেরা তালিকায়। সুপারস্টার দেব এবং মিঠুন চক্রবর্তীর এক নতুন সিনেমা প্রজাপতি অন্যদিকে জিতু কামালের অভিনীত অপরাজিত। দুটো সিনেমাই সকলের মন জয় করে নিয়েছে খুব তাড়াতাড়ি।

দুটো সিনেমাই ইতি মধ্যে বেশ কয়েকটি পুরষ্কার ও পেয়েছেন। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হওয়া সম্প্রতি টেলি সিনে অ্যাওয়ার্ডসে এই দুই সিনেমা পুরষ্কার পেয়েছে। একদিকে সেরা জনপ্রিয় ছবির জন্য পুরস্কার পেল অভিজিৎ সেন পরিচালিত দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি অন্যদিকে সেরা ফিল্ম জুরি পুরষ্কার পেল জিতু কামালের অপরাজিত।

এছাড়াও অভিজিৎ সেন সেখানে একজন প্রতিশ্রুতিশীল পরিচালক হিসাবে পুরষ্কার পেয়েছে। খরাজ বন্দোপাধ্যায় সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন। এবং সেখানে সেরা অভিনেতা( ওয়েব সিরিজ )হিসেবে পুরস্কার পেলেন অঙ্কুশ হাজরা। এবং পাশাপাশি আদৃত রায়, শোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চট্টোপাধ্যায় এর মতো আরো অনেকে সেরার তালিকায় পুরস্কার পেয়েছেন।

এছাড়াও ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও সন্মানিত করা হয় এই শো এর মাধ্যমে। চঞ্চল চৌধুরীর ছবি “হাওয়া” নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি হয় তা সকলেই জানে। এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলায় এই ছবি চলেছিল এবং দুই বাংলায় এই ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন এই অনুষ্ঠানটি দুই বাংলার এই মিলন উৎসবে আখ্যা দিয়ে তিনি বলেন এই অনুষ্ঠানে এসে তিনি খুশি।

Leave a Comment