বলিউডের সালমান খান আর টলিউডে পরমব্রত চট্টোপাধ্যায় এই দুই অভিনেতা ব্যাচেলার রয়েছেন এখনও। পরমব্রত চট্টোপাধ্যায় চল্লিশ পেরিয়েছে। তার জীবনে যে নায়িকা একেবারে আসেনি তা নয়। ইতিমধ্যে তার জীবনে বেশ কয়েকজন নায়িকার আশা যাওয়া ছিল। কিন্তু কোনো সম্পর্ক ছাদনা তলা ওব্দি পৌঁছাতে পারেনি। তবে এবার শোনা যাচ্ছে এই অভিনেতা চুপিচুপি বিয়ে সেরে নিয়েছে।
মুম্বাইতে গোপনে বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এমনটাই চর্চায় শোনা যাচ্ছে। অনুপম রায় আর তার স্রী পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায় এর সঙ্গে পিয়া চক্রবর্তীর সম্পর্কের কথা শোনা যাচ্ছে। তবে এবার তারা মুম্বাইতে চুপিচুপি বিয়ে করেছেন তারা এমনটাই খবর পাওয়া গেছে সোস্যাল মিডিয়ায়।
এই বিয়ে নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় একেবারেই অস্বীকার করেছেন। তিনি বলেন যে একটা কেন চারটে বিয়ে করে ঘর পেতেছি এমনটাই লেখ। এমন মজার ছলে উত্তর দেন। টলিউডের নায়িকা স্বস্তিকা, তনুশ্রী এমন সুন্দরীদের সঙ্গেও তার সম্পর্ক ছিল। এবার দীর্ঘ সময় ধরে বিদেশি সুন্দরী মেয়ে ইকার সাথে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের লকডাইনে ইতি ঘটে।
অনুপম রায় আর পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায় এর নাম বেশ জড়িয়েছিল। এতে বিরক্ত হন তিনি। আর কিছু দিন যেতে না যেতেই এখন পিয়া চক্রবর্তীর আর পরমব্রত চট্টোপাধ্যায়ের গোপন বিয়ের খবর। পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর দুজন বেশ ভালো বন্ধু। তবে তিনি তাদের এই সম্পর্ক কে প্রেমের নাম দিতে চান না। এমনকি অন্য কোনো নাম দিতেও চান না এই বন্ধুত্বের সম্পর্ককে।
অনুপম রায় আর পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায় কে নিয়ে যখন নিউজ বের হয় তখন তিনি বলেন দুটো মানুষের বিচ্ছেদের মধ্যে একজন তৃতীয় ব্যাক্তিকে নিয়ে সেন্সেশন তৈরি করাটা কাঙ্খিত নয়। তিনি খুব বিরক্ত হয়েছিলেন। এবং তিনি এটাও বলেন যে তিনি এখনো কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রস্তুত কিনা তিনি জানেন না। মুহুর্ত বলবে।