বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা (Famous Actresses of Bangladesh) পরীমনি (Porimoni। যিনি তাঁর অভিনয়ের জনক বেশ বিখ্যাত। কিছুদিন আগেই অভিনেত্রীর নতুন ছবি ‘মা’ মুক্তি পেয়েছে। ছবিতে পরীমনির অভিনয় দর্শকদের মন কেড়েছে। এদিকে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)-এর বায়োপিকেও কাজ করছেন তিনি। যার কাজ প্রায় শেষের পথে। শোনা যাচ্ছে, এবার কলকাতার বাংলা ছবিতে কাজ করতে পারেন পরীমনি। চলুন বিস্তারিত জেনে নিন।
প্রসঙ্গত, আর কিছুদিন পরেই পরীমনির একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন। আর সেই নিয়েই অভিনেত্রী বেশ ব্যাস্ত। আগামী ১০ই অগাস্ট তাঁর জন্মদিন। আর ছেলের জন্মদিনের পরই তিনি কলকাতায় আসবেন বলে জানিয়েছেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, তিনি কলকাতার (kolkata) একটি ছবিতে কাজ করতে চলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানাতে চাননি অভিনেত্রী।
জানিয়ে রাখি, অভিনেত্রী অভিনয় ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তিনি বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকেন না তিনি। তাঁর স্বামীর নাম শরিফুল রাজ (Shariful Raj)। যিনি ফিল্ম পরিচালক। গত বছর থেকে তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা শুরু হয়েছে। স্বামীর পরকীয়ার জেরেই এই সমস্যার সূত্রপাত। পরীমনি এর আগেও স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন।
যায় হোক এখন তাঁরা আলাদা ভাবেই থাকেন। গত বছরের শেষে অভিনেত্রী তাঁর স্বামী ও পরিবারের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করেছিলেন। এরপর থেকেই তাঁরা সেপারেট থাকতে শুরু করেন। এর কয়েকমাস পর স্বামীর সঙ্গে অন্য নায়িকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এরপর বিবাহ বিচ্ছেদ করে নেন পরীমনি। জানিয়ে রাখি, তাঁরা দুজনে আলাদা থাকলেও পরীমনির সঙ্গে রাজের যোগাযোগ এখনো রয়েছে।