সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্ত চিত্তাকর্ষক ভাইরাল ভিডিওগুলোর সঙ্গে পরিচিত আমরা যেগুলো তৎক্ষণাৎ মানুষের মন ভালো করে দিতে পারে এবং মানুষের ঠোঁটের কোণে তৃপ্তিমূলক হাসির ছটা আনতে পারে। এই তালিকায় এমন কিছু ভিডিও থাকে যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বারংবার দেখতে ইচ্ছে করে। অনেক সময়েই এই প্রকৃতির ভিডিওর বারংবার দেখার ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না।
সম্প্রতি এমনই এক ভিডিও ইনস্টাগ্রামে ভেসে উঠছে। এই ভিডিওতে প্যান্ট-শার্ট ও চশমা পরে থাকা এক বৃদ্ধ ব্যক্তিকে “কোই লাড়কা হ্যা” (Koi Ladka Hai) নামক হিন্দি গানেতে আনন্দে নাচতে দেখা যায়। এই গানটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা “দিল তো পাগল হ্যা” (Dil To Pagal Hai)-এর জনপ্রিয় গান। সিনেমায় এই গানে শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতকে দেখতে পাওয়া যায়। এইবার এই গানেতেই প্রফুল্ল বদনে নাচতে দেখা গেল এক বয়স্ক ব্যক্তিকে।
ভিডিওটির সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল বয়স্ক মানুষটির অদক্ষ ডান্স মুভমেন্ট। কারণ তিনি কপালে ভাঁজ নিয়ে মেপে পা ফেলে ডান্স করেননি, পরিবর্তে মুখে হাসি নিয়ে মনের আনন্দে নাচ করেন। নাচার সময়ে তাঁর মুখ থেকে যেন আনন্দ বিচ্ছুরিত হতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করা হয়েছে বিজয় খারোটে (Vijay Kharote) নামক এক ইনস্টাগ্রাম ইউজারের আইডি থেকে।
View this post on Instagram
নিঃসন্দেহে, এই ভিডিও অগণিত দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। বৃদ্ধার নাচ দেখে দর্শকদের মনও ভালো হয়ে যেতে দেখা যায়। বহু নেটিজেনই তাঁদের অনুভুতি কমেন্ট সেকশনে প্রকাশ করেন। এক নেটিজেন বলেন, “এই ভিডিও মন ভালো করে দিল”। অপর ও নেটিজেন আবার বলেন, “কাকু ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। আপনার নাচ ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে চারিদিকে”।