Entertainment

ঐশ্বর্যকে বাদ দিয়ে এই নায়িকাকে ‘দেবদাসে’র পারো করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি, শেষ মুহূর্তে বদলে যায় নায়িকা

বলিউডের বিখ্যাত অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan)। বহু বছর ধরে তিনি অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন। একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি ভক্তদের। তাঁর রূপের জাদুতে মুগ্ধ হয়েছে সিনেমা প্রেমীরা। এক সময়ে এই অভিনেত্রীই ছিলেন সকল পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চনের (Aiswarya Rai Bachchan) বদলে সঞ্জয় লীলা বানসালি (Sanjay Leela Bhansali)’পারো’ চরিত্রের জন্য পছন্দ কারিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)।

ঐশ্বর্যকে বাদ দিয়ে এই নায়িকাকে ‘দেবদাসে’র পারো করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি, শেষ মুহূর্তে বদলে যায় নায়িকা

কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan) বলিউডের অপর একজন বিখ্যাত অভিনেত্রী। তাঁকে বিভিন্ন চরিত্রে জীবন ফুটিয়ে তুলতে দেখা গেছে বহুবার। আজও ‘পু’, ‘গীত’ ইত্যাদি চরিত্রের জন্য তিনি বিখ্যাত। বহু অভিনেত্রী এসেছে গেছেন কিন্তু নিজের জায়গা ছাড়েননি কারিনা (Kareena Kapoor Khan)। বহু নামিদামি পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। কিন্তু কখনোই সঞ্জয় লীলা বানসালির (Sanjay Leela Bhansali) সাথে কাজ করতে দেখা যায়নি তাঁকে। অনেকেই চেয়েছিলেন এই জুটির কাজ পর্দায় দেখতে। এবার আসল কারণ বললেন খোদ কারিনা।

১৯৯১ সালে প্রথম অভিনয় জগতে ডেবিউ করেছিলেন তিনি। কারিনা কলেজের প্রথম প্রথম বর্ষের পরীক্ষার পর থেকেই সম্পূর্ণভাবে অভিনয়ে মন দেন। এই অল্প বয়সেই তাঁকে বিভিন্ন শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও সঞ্জয় লীলা বানসালি কারিনা কাপুর কে কাজ থেকে বাদ দিয়েছিলেন।

ঐশ্বর্যকে বাদ দিয়ে এই নায়িকাকে ‘দেবদাসে’র পারো করতে চেয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি, শেষ মুহূর্তে বদলে যায় নায়িকা

এরপরই একটি সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, কোনদিনই সঞ্জয় লীলা বানসালির সাথে কাজ করবেন না তিনি। এই বিখ্যাত পরিচালকের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। জানা যায়, সঞ্জয় লীলা বানসালির বিখ্যাত মুভি ‘দেবদাস’ (Devdas) এ পার্বতী (Parvati) চরিত্রটি কারিনার করার কথা ছিল। স্ক্রিন টেস্ট পর্যন্ত করা হয়েছিল, চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি স্বাক্ষরের জন্য পেমেন্ট পর্যন্ত পেয়েছিলেন।

কিন্তু তা সত্বেও শেষ মুহূর্তে তাঁকে এই ফিল্ম থেকে বাদ দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে পরিচালক জানান, ডিজাইনার নিতা লুল্লার (Neeta Lulla) সাথে কাজ করার জন্যই কারিনা তাঁর কাছে গিয়েছিলেন। কারিনা (Kareena Kapoor Khan) ‘পার্বতী’ হয়ে উঠতে পারবে কিনা সেই নিয়ে জানতেন না পরিচালক। ফলে ওই একই চরিত্রের মতো করে সাজিয়ে কেবলমাত্র ফটোশুট করিয়েছেন কারিনার।

ছবিগুলি দেখার পরেই কারিনাকে মুভিটি থেকে বাদ দেন তিনি। কারণ পার্বতী চরিত্রের জন্য অভিনেত্রী মানানসই ছিলেন না। এরপর ঐশ্বর্যকে নেওয়া হয়। কিন্তু ওই চরিত্রের জন্য কারিনাকে সাইন করা হয়নি বলেই পরিচালকের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button