বর্তমান যুগের মানুষ এখন টাকা সঞ্চয়ের দিক থেকে খুবই সচেতন। টাকা উপার্জনের সাথে সাথে কোথায় কিভাবে টাকা রাখলে তার ভবিষ্যৎ টি সুন্দর হবে মানুষ এখন এসব দিক গুলো খুব ভালো ভাবেই ভাবে। টাকা সঞ্চরের ক্ষেত্রে মানুষ সেফ পদ টাই ভেবে থাকে। বর্তমান যুগে দাড়িয়ে টাকা বিনিয়োগ করার হাজার রকমের উপায় বা সংস্থা রয়েছে।
কিন্তু সব ক্ষেত্রে টাকা রাখাটা ঝুঁকি পূর্ণ ব্যাপার। টাকা রাখার পর আপনি সেখান থেকে টাকা ফেরত না ও পেতে পারেন। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি থাকে। কিন্তু সব স্কিমে সব জায়গায় তো আর একই নিয়ম খাটে না বলুন। তবে এবারে পোস্ট অফিস এসব কথা মাথায় রেখে নিয়ে এসেছে এক দুর্দান্ত স্কিম। আসুন জেনে নেওয়া যাক কি রয়েছে এই স্কিম টি তে।।
পোস্ট অফিস (Post Office Scheme) নিয়ে এসেছে সমস্ত মানুষের জন্যে দুর্দান্ত ভালো একটি স্কিম। যেই স্কিমের সাহায্যে আপনি ২ লাখ টাকা জমা দিয়ে ৯০ হাজার টাকা অবধি সুদ পেয়ে যেতে পারবেন। টাকা বিনিযোগ করার ক্ষেত্রে আজ ও পোস্ট অফিস ভরসা যোগ্য অবস্থায় রয়েছে। এই স্কিম টি হল , আপনাকে ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট একাউন্টের মাধ্যমে স্কিমটি করানো হবে। যেখানে আপনার অর্থ বাড়বে নিশ্চিত ভাবে। এখানে আপনি ৬.৮ % হারে সুদ পেয়ে যাবেন এবং অন্যদিকে ২,৩,৫ বছরের জন্যে যথাক্রমে ৬.৯% , ৭% ,৭.৫% শতাংশ হার এও সুদ পেয়ে যাবেন।
এই স্কিম টি সিঙ্গেল এবং ডবল দুই একাউন্টের মাধ্যমেই করানো যেতে পারে। আপনি যদি ৫ বছরের জন্যে এই স্কিমে টাকা রাখেন তবে আপনি ৭.৫% হারে সুদ পাবেন। আপনি যদি এই ৫ বছরের জন্যে ২ লাখ টাকা জমা করে রাখেন তাহলে আপনি ৫ বছর বাদে সুদ পেয়ে যেতে পারেন ৮৯, ৯০০ টাকা। এই স্কিমের টাকা টি ম্যাচিওর হওয়ার সাথে সাথেই আপনাকে দিয়ে দেওয়া হবে। এই স্কিম টি সম্পূর্ন 80c মেনে চলে। এই স্কিম টির উপর এক্সট্রা কোনো পয়সা খরচ করা লাগবে না।