News

Bank Loan: চাপ দিয়ে লোনের টাকা আদায় আর না! নির্দেশ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন

ব্যাংক লোন(Bank Loan) শোধ করতে না পারলে গ্রাহকদের চাপে পড়তে হয়। তবে নতুন নিয়ম অনুযায়ী লোন আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের উপর কোনরূপ চাপ দিতে পারবেন না কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান।

বর্তমান সময়ে বাড়ি, ব্যাবসা পড়াশোনা, গাড়ি কেনা যে কোনো কাজের জন্য সহজেই ব্যাংক থেকে লোন (Bank Loan) নেওয়া যায়। অনেকেই এমন আছেন যারা পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন কার্য সাধন করছেন। এক্ষেত্রে লোন(Bank Loan) নেওয়ার প্রধান শর্ত হলো প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে লোন(Bank Loan) পরিশোধ করতে হবে। টাকার উপর ভিত্তি করে গুনতে হবে সুদও।

খুব দরকার না থাকলে কেও লোন(Bank Loan) নেয় না। এমন অনেক মানুষ রয়েছে, যারা লোন তো নিয়ে নেয় কিন্তু সঠিক সময়ে লোন(Bank Loan) পরিশোধ করে উঠতে পারে না। ফলে বিভিন্ন ব্যাংকগুলি লোনের(Bank Loan) কিস্তি আদায় করার জন্য গ্রাহকদের উপর নানা ধরণের চাপ সৃষ্টি করে থাকেন। এমন ঘটনাও দেখা গিয়েছে, যেখানে ব্যাংকের লোন পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করেছেন ঋণগ্রহীতা।

Bank Loan
Bank Loan

তবে এবার ব্যাংকের এমন অমানবিক লোন আদায়ের নিয়মের উপর নয়া নিয়ম জারি করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) । প্রসঙ্গত, সাম্প্রতিক কালে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে ব্যাংকগুলি লোন আদায়ের জন্য গ্রাহকদের উপর খুব চাপ সৃষ্টি করেছে। ফলে তাঁরা নিজেদের শেষ করে ফেলা ছাড়া আর কোনো উপায় পাননি। কিন্তু এবার থেকে এমনটা আর হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যাংকগুলিকে মানিবিক ভাবেই লোনের টাকা আদায় করতে হবে। বিষয়টা খুবই সংবেদনশীল ভাবে দেখতে হবে। যদি এমনটা না করা হয়, তাহলে রিজার্ভ ব্যাংকের (RBI) নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকগুলির বিরুদ্ধে। কেননা এ সম্পর্কে পূর্বেই আরবিআই এক বিজ্ঞপ্তি দিয়েছিল। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর লোন আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের আর চাপ সহ্য করতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button