সাম্প্রতিক অতীতে জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক নতুন সিরিয়াল (Bengali Serial) শুরু হয়েছে। এর মধ্যে একটি হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় সহ বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকাকে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে। সিরিয়ালের প্রোমো দেখে অনেকেই ভেবেছিলেন, এই সিরিয়াল একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে। কিন্তু সম্প্রতি ‘মা-ছেলের ফুলশয্যা’ (Mother Son Fulsojja) দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছে এই ধারাবাহিক।
বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে কীভাবে প্রতিবেশীদের মধ্যে নিজের বান্ধবী খুঁজে পাবে শিমূল সেটাই দেখানো হবে এই সিরিয়ালে। সবকিছু ঠিকঠাকই চলছিল। অল্প কয়েকদিনের মধ্যে দর্শকদের মনে স্থানও করে নিয়েছিল ‘কার কাছে কই মনের কথা’। কিন্তু এসবের মাঝেই বিতর্কিত এক দৃশ্য দেখিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছে জি বাংলার এই ধারাবাহিক।
কার কাছে কই মনের কথা’র প্রোমো দেখেই দর্শকরা বুঝে গিয়েছিলেন, মেয়েদের মধ্যেকার বন্ধুত্বের গল্প বলবে এই সিরিয়াল।কার কাছে কই মনের কথা’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সিরিয়ালে কয়েকদিন আগেই শিমূলের বিয়ের ট্র্যাক দেখানো হয়েছে। এখনও তার বৌভাত-ফুলশয্যার ট্র্যাক চলছে। আর সেই ফুলশয্যার দৃশ্য দেখাতে গিয়েই বিপাকে পড়েছে এই সিরিয়াল।
সম্প্রতি এক নেটিজেন ‘কার কাছে কই মনের কথা’র এই দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ওয়াক ছিঃ! ইউনিক সিরিয়ালের এ কি দশা? এ তো দেখছি গুড্ডির থেকেও বেশি থার্ডক্লাস আর নোংরা। ফুলশয্যার খাটে এক্স শুয়ে পড়া অবধি তাও মানা যায়। তাই বলে জন্মদাত্রী মা? আর কি যে দেখতে হবে ছিঃ! এটা নাকি একদম ইউনিক সিরিয়াল, ও হ্যাঁ ইউনিক সিরিয়াল তো বটেই। বাংলা টেলিভিশনে এই প্রথম মা ও ছেলের ফুলশয্যা দেখাচ্ছে’।
ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে শিমূলের স্বামী এবং শাশুড়ি মা। ফুল দিয়ে সাজানো খাটে ছেলের বুকে মাথা রেখে শুয়ে রয়েছে শিমূলের শাশুড়ি। অপরদিকে যার ফুলশয্যা, অর্থাৎ শিমূল শুয়েছে একটি সোফায়। সিরিয়ালের এই দৃশ্যই জন্ম দিয়েছে বিতর্কের। একজন লিখেছেন, ‘ফুলশয্যা করতে দেবে না তো বিয়ে দিচ্ছিল কেন’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘এগুলো দেখালেই তো হাই রেটিং পাবে তাই দেখাচ্ছে। মানুষ টাকার জন্য কী না করতে পারে ছিঃ। শেষ পর্যন্ত মা ছেলের ফুলশয্যা ছিঃ’। সংশ্লিষ্ট পোস্টে একাধিক কমেন্ট করে ক্ষোভ জাহির করেছেন নেটিজেনরা।