Entertainment

Monami Ghosh: খোলামেলা পোশাক নয়, হলুদ শাড়িতে নজর কাড়লেন বঙ্গতনয়া মনামী ঘোষ

থাইল্যান্ডে থেকেও বাংলাকে ভোলেননি, হলুদ শাড়িতে প্রকাশ পেল তারই এক ঝলক

দুর্গা পুজো চলেই এলো। বাংলা জুড়ে এখন শুরু পুজো আসার অপেক্ষা। আর এই অপেক্ষা শুধু বাংলার সাধারণ মানুষের মধ্যে নয়। বরং পুজোর অপেক্ষা থাকে সাধারণ মানুষ থেকে তারকা সবার মনেই। আর এই পুজোর অপেক্ষাই করছেন বঙ্গতনয়া মনামী ঘোষ (Monami Ghosh) । যিনি এখন রয়েছেন থাইল্যান্ডে। আর সেখান থেকে ফটোশুটে নিজের অপেক্ষার কথা জানালেন অভিনেত্রী।

গত শুক্রবার নিজের ইন্সট্রাগ্রাম (Instagram) আইডি থেকে কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হলুদ শাড়িতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনেত্রীর এই লুক সত্যি নজরকাড়া। হলুদ শাড়িতে রয়েছে লিফ ডিজাইন করা। সঙ্গে লাল সুতোর সুন্দর কাজ। শাড়ির পাড়ে বসানো সোনালী জরির কাজ তাঁর লুকে আরো মাধুর্য এনেছে। চোখকে সাজিয়ে তুলেছেন ন্যুড শেডের আইশ‍্যাডো ও কাজল দিয়ে। ঠোঁটে দিয়েছেন লালচে গোলাপি লিপস্টিক।

ছবি গুলি অনেক ধরণের পোস দিয়ে তোলা হয়েছে। যেখানে অভিনেত্রীকে কখনো আনমনা কখনো আবার আনন্দে উচ্ছ্বসিত দেখাচ্ছে। ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, পুজোর আর কদিন! ভক্তরা অভিনেত্রীর এই ছবি বেশ পছন্দ করেছেন। অনেকে ছবিতে নানা মন্তব্য করেছেন। এমনই এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, “দীর্ঘদিন পর পুরানো মনামীকে ফিরে পেলাম”।

প্রসঙ্গত, অভিনেত্রী বর্তমানে জনপ্রিয়তার সঙ্গে বাংলা ছবিতে কাজ করে চলেছেন। তিনি বাংলা ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে এখন তাঁকে বেশিরভাগ সমায় ছবিতে কাজ করতে দেখা যায়। অভিনেত্রীর আসন্ন ছবির নাম ‘পদাতিক’। ছবির পরিচালনা করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।এই ছবিতে গীতা সেনের (Geeta Sen) চরিত্রে অভিনয় করবেন মনামী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button