বিনোদন জগতের পরিচিত মুখ বরখা মদন (Barkha Madan)। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। অক্ষয় কুমার, রবিনা টন্ডন, অজয় দেবগণ, রেখা, উর্মিলা, তনুজাদের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর কর্মজীবনের সফর অভিনয় জগৎ দিয়ে শুরু হয়নি।
১৯৯৪ সালে আয়োজিত ‘মিস ইন্ডিয়া’ সৌন্দর্য প্রতিযোগিতা বরখার (Barkha Madan) কর্মজীবনের পথ প্রশস্ত করে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই হন দ্বিতীয়। এই প্রতিযোগিতাতেই বরখা ‘মিস ট্যুরিজম ইন্ডিয়া’ (Miss Tourism India) হিসাবে নির্বাচিত হন। এরপরে মালয়েশিয়া মিস ট্যুরিজম ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় তৃতীয় রানার আপ হন তিনি। এই ঘটনার পর থেকেই তাঁর জীবন নতুন মোড় নেয়।
এই অভিনেত্রী (Barkha Madan) বলিউডে অভিষেক করেন ১৯৯৬ সালে। অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ (Khiladiyon Ka Khiladi) সিনেমার হাত ধরে তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন। সিনেমায় বরখার অভিনয় সবার কাছে প্রশংসা কুড়িয়েছিল। এরপর তাঁকে দেখা যায় রামগোপাল ভার্মার হরার সিনেমা ‘ভূত’ (Bhoot)-এ। এতেও অভিনয় করে প্রশংসার অধিকারী হয়েছিলেন তিনি। কিন্তু এখন অনেকের প্রশ্ন গ্লামার ছেড়ে ভিক্ষা কেনো,তাহলে জেনে নিন আজকের প্রতিবেদনে।
বরখা (Barkha Madan) প্রযোজিত সিনেমাগুলো তেমন একটা চলেনি। জীবনের পরবর্তী অধ্যায়ে তাঁর জীবনে দলাই লামার আবির্ভাব ঘটে। দলাই লামার সংস্পর্শে তিনি বৌদ্ধ অনুরাগী হওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে সিদ্ধান্তের অধীনে তিনি ২০১২ সালে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ও সন্ন্যাসিনী হওয়ার পথ বেছে নেন। গ্ল্যামার নয়, কৃচ্ছসাধনাকেই বেছে নেন তিনি। বৌদ্ধ ধর্ম গ্রহণের পরে গ্যালটন স্যামটন নাম গ্রহণ করেন বরখা।