Madhyamik Resullt: প্রতিবন্ধকতাকে করেছেন জয়,পা দিয়ে লিখে মাধ্যমিকে পাশ বর্ধমানের জগন্নাথ ও দৃষ্টি হীন সাফিকুল

ইচ্ছা থাকলেই উপায় হয় তা আবারো একবার প্রমাণ হল। বর্ধমানের জগন্নাথ মান্ডি মাধ্যমিকে সত্যিকারের সাফল্য পেয়েছে প্রতিবন্ধকতাকে জয় করে। জন্মের সময় থেকেই দু’টি হাত থেকেও যেন নেই। হাতে কোন তালু বা আঙ্গুল নেই। জগন্নাথ মান্ডি, বিও উপজাতির ছেলে, যিনি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, এই বছর মাধ্যমিক লেখার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ শুক্রবার যখন মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়, তখন জগন্নাথ 258 নম্বর নিয়ে পাস করেছে বলে জানা যায়।

অন্যদিকে মুর্শিদাবাদের সফিকুল সেখ প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মাধ্যমিকে ভালো ফলাফল অর্জন করেন। দুই চোখে অন্ধ সফিকুল সেখ মাধ্যমিক পরীক্ষায় 700-এর মধ্যে 556 নম্বর পেয়েছে। বেলডাঙ্গা-১ ব্লকে গ্রাম সারগাছি খিদিরপুর দহ করলা, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ছাত্র সাফিকুল সেখ।। অন্ধ হলেও সফিকুল পড়াশোনা ছাড়েনি, হার মানেনি ,চালিয়ে গিয়েছেন পড়াশুনা।ছাত্রের এই কৃতিত্বে খুশি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কমিটি।

প্রসঙ্গত,চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের পরিচালনা পর্ষদ আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিন পর আজ মাধ্যমিকের ফলাফল পাওয়া যাচ্ছে। ক্যাটালগ নম্বর ও জন্মতারিখ উল্লেখ করার সময় দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যায়। পরীক্ষায় পাস করেছে ৬ লাখ ৮২ হাজার ৩২১ জন। উত্তরপত্র 44,000 শিক্ষক দ্বারা মূল্যায়ন করা হয়েছিল। ছাত্রীর সংখ্যা পুরুষ ছাত্রদের তুলনায় ২২ শতাংশ বেশি। জেলার হিসাবে, সাফল্যের হারেও মেদিনীপুর পূর্ব জেলা প্রথম স্থানে রয়েছে। উচ্চ বিদ্যালয়ে সার্বিক পাসের হার ৮৬.১৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker