শুরু হয়েছে আগস্ট (August) মাস। মাসের প্রথমেই যে এত বড় খবর অপেক্ষা করছে জনগণের জন্য, তা হয়তো কেউ কল্পনাতেও ভাবে নি। কলকাতা (Kolkata) সহ একাধিক জায়গার রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গেছে (LPG cylinder price)। এখন রান্নার গ্যাসের ক্ষেত্রে বেশ কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন আপনারা (LPG cylinder price today)। এই দাম বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখেই কমানো হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কমাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
আগে ১৯ কেজি বাণিজ্যিক কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের (LPG cylinder price) দাম ছিল ১ হাজার ৭৮০ টাকা। যা ১০০ টাকা কম হয়েছে। বর্তমানে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৬৮০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ১ হাজার ১২৯ টাকা। এই দাম অপরিবর্তিত আছে।
গৃহস্থ বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। তবে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG cylinder price) পরিবর্তন হয়েছে। ১৯ কেজি সিলিন্ডার কেবলমাত্র বাণিজ্যিক কাজেই ব্যবহার করা যায়। সেই সিলিন্ডারের দাম গতকাল পর্যন্ত ছিল ১ হাজার ৮৯৫ টাকা। যা কিছুটা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সায়। কেবলমাত্র কলকাতাতেই নয় বাণিজ্যিক গ্যাসের দাম (LPG cylinder price) অন্যান্য শহরেও কমেছে।
নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। প্রসঙ্গত বলে রাখি, জুলাই (July) মাসের তেল বিবরণ সংস্থা কর্তৃক বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। সেই সময় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৭ টাকা। অবশ্য, এপ্রিল, মে আর জুন মাসে সেই দাম কিছুটা কমানো হয়েছিল। মুম্বাইতে (Mumbai ) আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭৩৩ টাকা ৫০ পয়সা। যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪০ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে (Chennai) কাল পর্যন্ত বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪৫ টাকা। আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৮২৫ টাকা ৫০ পয়সা।