Entertainment

অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের অর্জুন? অভিনয় ছেড়ে এখন কী করছেন তিনি

গৃহস্থ বাড়িতে সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় একের পর এক ধারাবাহিকের পালা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন ধারাবাহিক টেলিকাস্ট হওয়া শুরু হয়েছে। তবে ‘নতুন সে তো নতুন ই, পুরোনো যা পুরোনো’। তা সত্ত্বেও মানুষ দশ বছর পুরনো সিরিয়ালগুলিকেই মনে করেন।

আসলে সেই সময়ের সিরিয়ালগুলি মানুষের মনে এত দূরে ছিল যা আজও মোছেনি। এই ধরনের একটি সিরিয়াল ছিল ‘বয়েই গেল’। ধারাবাহিকটি তৎকালীন সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এই প্রধান চরিত্রে ছিলেন বাসবদত্তা চ্যাটার্জী ও রোহিত সামন্ত।

অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের অর্জুন? অভিনয় ছেড়ে এখন কী করছেন তিনি

এই ধারাবাহিকটির পর থেকে আর বাসবদত্তা চ্যাটার্জিকে অভিনয় জগতে দেখা যায়নি। অবশ্য রোহিত সামন্ত কে বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাঁকে দু বছর আগে শেষবার বিখ্যাত ধারাবাহিক ‘শ্রীময়ী’ তে পার্থ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সম্প্রতি বাসকদত্তা সিরিয়াল জগতে ফিরেছেন।

অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের অর্জুন? অভিনয় ছেড়ে এখন কী করছেন তিনি

জি বাংলায় টেলিকাস্ট হওয়া শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ নামের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন বাসবদত্তা। কিন্তু এখন কোথায় রোহিত সামন্ত? হঠাৎ অভিনয় জগত থেকে কোথায় হারিয়ে গেলেন তিনি?

এই ধরনের প্রশ্নই সিরিয়াল প্রেমীদের মনে উঁকি দিচ্ছে। রোহিত তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন বহু বছর আগে‌। অভিনয়ের পাশাপাশি নিজের লুকের কারণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অল্প সময়ে। স্টার জলসা ‘সিঁদুর খেলা’ নামের ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।‌

অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের অর্জুন? অভিনয় ছেড়ে এখন কী করছেন তিনি

আবার তাঁকে দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত সিরিয়াল ‘গানের ওপারে’ তে। এরপর 2011 সালের ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ সিনেমাতে সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জীর সাথে অভিনয় করেছিলেন। কিন্তু তাঁর ক্যারিয়ারের সবথেকে উল্লেখযোগ্য কাজ হল ‘বয়েই গেল’ ধারাবাহিক।‌‌ অবশ্য যতবার তাঁকে টিভির পর্দায় দেখা গেছে ততবারই মানুষের কাছে প্রশংসা পেয়েছেন, তা সে পার্শ্ব চরিত্র হোক বা প্রধান চরিত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button