
পাহাড় সমান কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার দ্বারা যেকোনো গন্তব্যেই পৌঁছানো অনেকাংশেই সহজ হয়ে যায়, এবার আরও একবার তা প্রমাণ করে দিলো IAS অফিসার অনিল বসাক (Anil Basak)। ছোটোবেলা থেকেই নানা অভাব অনটনের মধ্য দিয়ে পড়াশোনাতো অনেক দূরের কথা পেট চালানোই ছিলো বড় দায়। তার বাবা কাপড় বিক্রি করে সংসার চালাতেন। তার বাবার মতে, শত কষ্ট আসা সত্বেও 2021 সালে UPSC-তে 45 তম স্থান দখল করে আজ ছেলে একজন IAS অফিসার। তাই এইসকল সাফল্যের গল্প শুনলে সত্যিই গর্ববোধ হয়। তাই একথা বলাই যায়, যে দেশের প্রত্যেক উন্নতিকামী মানুষের জন্য এই ধরনের গল্প একটা অনুপ্রেরণা।

IAS অফিসার অনিল বসাক(Anil Basak) জানিয়েছেন, তিনি বিহারের কিষাণগঞ্জের অতিসাধারণ পরিবারের ছেলে। তার বাবা চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে পরে ঘরে ঘরে কাপড় বিক্রির কাজ করতেন। তাই শত কষ্ট আসা সত্বেও সন্তানদের লেখাপড়ার ওপর কখনও ব্যাঘাত দেননি। উল্টে যতটা পেরেছেন সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার যথা সম্ভব চেষ্টা করে গেছেন। সেই সঙ্গে অনিল আরও বলেন, যে 2014 সালে, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য IIT দিল্লিতে ভর্তি হন। এবং সেই সঙ্গে তিনি ইউপিএসসি-র মতো পরীক্ষার জন্য প্রস্তুতিও শুরু করেছিলেন।

এরপর 2018 সালে আর্থিক অবস্থা খারাপের কারণে, কোচিং নেওয়া বন্ধ করে দিয়ে, নিজে নিজেই প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তারপর 2021 সালে এসে আইএএস অনিল বসাক তারই উদাহরণ তুলে ধরেছেন সমাজের সকলের সামনে। যদিও তিনি এর আগেও এই পরীক্ষায় দুবার অংশ নিয়েছিলেন। প্রথমবারের চেষ্টায় তিনি সফল না হলেও দ্বিতীয় বারের প্রচেষ্টায় তিনি 616 তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর ঠিক এইভাবে দু দুবার ব্যর্থ হওয়া সত্বেও কিন্তু হাল ছাড়েননি তিনি। অবশেষে তৃতীয় বারের প্রচেষ্টায় 45 তম স্থান অর্জন করেন। আর ঠিক এই ভাবেই সমাজের কাছে অন্যতম এক দৃষ্টান্ত হয়ে ওঠেন IAS অফিসার অনিল বসাক(Anil Basak)।