সংসার চালানোর জন্য ছাগল পুষতেন মা, প্রথম চেষ্টাতেই UPSC ক্লিয়ার ছেলের

কীভাবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার দ্বারা যেকোনো গন্তব্যেই পৌঁছানো যায়, তা এবার UPSC-তে সাফল্য অর্জনকারী বিশাল করে দেখিয়ে দিল। বিহারের মুজাফফরপুর জেলার ছেলে বিশাল। 2021 সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC দ্বারা পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষা-এ 484 তম স্থান অধিকার করে সফল হয়েছেন তিনি।

জানা গেছে, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান বিশালের বাবা 2008 সালে মৃত্যু হয়। তারপর থেকে তাঁদের সংসারিক অবস্থার খুবই অবনতি হতে থাকে। এবং সেইসময় বিশালের মা রীনা দেবী মহিষ ও ছাগল পোষা শুরু করেই সংসার চালাতেন।

Vishal Ias
Vishal Ias

এরপর বিশাল জানিয়েছেন, বর্তমানে তাঁর এই সাফল্যের পিছনে পুরো কৃতিত্বটাই রয়েছে, তাঁর পরিবার এবং শিক্ষক গৌরী শঙ্কর প্রসাদের। বিশালের মতানুসারে, তাঁর শিক্ষক গৌরী শঙ্কর কঠিন পরিস্থিতির সময় লেখাপড়ার সমস্ত রকমের খরচ বহন করে সাহায্য করেছিলেন। সেই সঙ্গে আর্থিক সংকটের সময় বিশাল ওই শিক্ষকের বাড়িতেই থাকতেন বলে জানান।

শিক্ষিক গৌরী শঙ্করের মতে, বিশাল গোঁড়া থেকেই পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। বিশাল 2011 সালে ম্যাট্রিকুলেশনে টপ করার পর 2023 সালে আইআইটি কানপুরে ভর্তি হন। তারপর সেখান থেকে পাস করার পর আর্থিক অবস্থার অবনতি হওয়ায় কারণে সংসার চালানোর জন্যে বিশাল রিলায়েন্স কোম্পানিতে চাকরি করেন।

এরপর বিশাল সেখানে কাজ শুরু করলে, তাঁর ওই শিক্ষকই তাঁকে চাকরি ছেড়ে UPSC-এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্যে উৎসাহিত করেছিলেন। তারপর অবশেষে 2021 সালে এসে নিজের IAS অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেন বিশাল। এবং প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় সফল হয়ে বিশাল সকলকে বুঝিয়ে দিলেন, যে ইচ্ছা থাকলেই উপায় হয়।

Leave a Comment