প্রতিটি হিন্দু বাড়িতে কম বেশি সবারই তুলসী গাছ থাকেই। কিন্তু সারা বছর তা কি সতেজ থাকে? কিছুজনের থাকে আবার কিছুজনের নয়। আসুন জানব কি করে সারাবছর তুলসী গাছ সতেজ রাখা যায়। তুলসী গাছ আমরা সবাই পুজো করে থাকি কেউ টবে বসিয়ে আবার কেউ তুলসী মঞ্চ করে। অনেকে এমনি ও তুলসী গাছের অনেক টব লাগিয়ে রাখেন বাড়িতে। তুলসী এর অনেক ঔষধিক গুন রয়েছে। তাই একটি এর থেকে একাধিক গাছ লাগিয়ে রাখলে ক্ষতি কিছু নেই বরং অনেক বেশিই উপকার পাওয়া যায়।
সর্দি কাশি তে তুলসী পাতার চেয়ে ভালো টোটকা ওষুধ আর কিছু হতেই পারেনা। তুলসী পাতা বেটে রস করে খেলে বহুত উপকার পাওয়া যায়। এটি কৃমি এর সমস্যা হজমের সমস্যা আরও অনেক কিছুর সমস্যাই দূর করতে পারে। তুলসী গাছের পাতায় রয়েছে ভিটামিন সি আন্টিঅক্সসিডেন্ট। এই গাছের এত গুণাবলী যে রয়েছে তা সবাই মোটামুটি লোকেরই জানা।
কিন্তু বছরের কিছু সময় তুলসী গাছ সতেজ থাকলেও অনেক সময় গাছ শুকিয়ে যায় বা গাছের পাতা ঝরে যায় বা গাছটি মারা যায়। তবে এই সমস্যা দূর করার কিছু উপায় ও রয়েছে।
•প্রতিটি টবের নিচের দিকে তলায় একটি করে ছিদ্র থাকে জল বেরিয়ে যাওয়ার জন্য। টবে মাটি ভরাট করার আগে সেই ফুটোটি কে একটি ঢিল বা শক্ত কিছু দিয়ে ফুটো টিকে বন্ধ করে নিতে হবে।
• গাছ পোঁতার আগে টব শুধু মাটি দিয়ে না ভরাট করে ভার্মি কম্পোস্ট ব্যাবহার করতে হবে। সঠিক অনুপাতে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপর টবে ভরে তার মধ্যে গাছ পোঁতা হলে গাছ শুকিয়ে যাওয়ার সম্ভবনা কম।
• বাড়িতে তুলসী গাছ লাগলে নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছে নিয়মিত জল দিতে হবে তাহলে গাছ অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে সহজে মারা যাবে না।