টলিউড হোক বা বলিউড যেকোন ইন্ডাস্ট্রি ঘুরলেই মানুষের মনে একটি প্রশ্ন বরাবরই ঘুরে আসে যে কোন অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জড়ালো কিংবা কাদের মধ্যে ডিভোর্স হলো। প্রায় সময়ই এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহল দেখতে পাওয়া যায়। যদিও এই কৌতূহল অস্বাভাবিক কিছুই নয়। বরং বারংবার দেখা গেছে এহেন অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কের বিচ্ছেদ কিংবা নানান সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি জিতু(jitu) ও নবনীতার(nabanita) সম্পর্কে ফাটল ধরার পর টলি পড়ার আরেক নামি অভিনেতা কে নিয়েও এবার শোনা যাচ্ছে সেরকমই গুঞ্জন। আর ইনি হলেন আপনাদের সকলের পরিচিত ও পছন্দের অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)।
যীশু সেনগুপ্তকে (jishu sengupta) বরাবরই মানুষ টেলিভিশনের পর্দায় দেখে এসেছেন নানান চরিত্রে। আদতে তিনি নিজেকে নানা ভেবে পরীক্ষা নিরীক্ষা করতেই বেশী ভালো বাসেন। তার অভিনয় জীবন শুরু হয়েছিল ছোট পর্দা থেকেই। যদিও বর্তমানে তিনি একজন সুপারস্টার। শুধু মাত্র বাংলা ইন্ডাস্ট্রিতেই তার প্রতিভার ঝলক দেখা যায়নি। বরং হিন্দি থেকে তেলেগু সব জায়গাতেই তার অবাধ বিচরণ।
বাংলা ইন্ডাস্ট্রিতে ছোট পর্দা থেকে শুরু করে বড়ো পর্দা, রিয়ালিটি শো ঘুরে বলিউড কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রি সবজায়গাতেই তার প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজলের স্বামীর ভূমিকায়ও দেখা যাচ্ছে তাকে। তবে বরাবরই দেখা গেছে কাজ নিয়ে থাকতেই বেশী পছন্দ করেন যীশু। কাজের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশী কথা তাকে বলতে শোনা যায়না কখনোই। আর সেই কারনেই তার ভক্তদের কাছে তার ব্যক্তিগত জীবন ঠিক কেমন সেটা জানতে চাওয়ার বাসনা অধীর। আর সেটার উত্তর দেওয়ার জন্য একমাত্র উপায় হলো গুগল। আর গুগলের কাছে যীশু কে নিয়ে এমন বেশ কিছু প্রশ্ন করা হয় যা শুনলে অবাক হবেন আপনিও।
দেখা গেছে যীশু সেনগুপ্তকে নিয়ে সবথেকে বেশি আশা প্রশ্ন গুলির মধ্যে অন্যতম হলো অভিনেতার ডিভোর্স কবে হচ্ছে। আর এই প্রশ্নকে আরো উস্কে দেয় সম্প্রতি যীশুরই বলা একটি কথা। সম্প্রতি যীশু বলেন তিনি মোটেই ভালো স্বামী বা ভালো বাবা হতে পারেননি। কারণ পরিবারকে সময় দিতে কখনোই পারেন না তিনি। আর এই কারনেই যীশু র ডিভোর্সের ব্যাপারে আরো বেশী গুঞ্জন ছড়ায়। তবে এই প্রশ্ন অভিনেতাকে করা হলে তিনি অবাক হয়ে জানান, ‘ আমি কেন ডিভোর্স নেব? আমি তো বিবাহিত, যেভাবে মানুষ বিবাহিত হয়।
এছাড়াও যীশু সম্পর্কে অনেক মানুষ জিজ্ঞাসা করেন তার উচ্চতা কত বা তিনি আসলে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা। এব্যাপারে ও যীশু সরাসরি জানান তিনি ৪০ বছর বয়সে এসে ইনকাম করতে শুরু করেছেন কাজেই প্লাস্টিক সার্জারির মত টাকা তার কাছে ছিলনা। আর এতো দিন ধরে দেখার পরও তার উচ্চতা জানতে চাওয়ায় রীতিমতো অবাক o হয়েছেন তিনি।