Entertainment

সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের পিছনে ফেলে দেবে গায়ক অরিজিৎ সিং এর স্ত্রী, রইল ছবি

বর্তমানে ভারতীয় সঙ্গীত জগতের একচ্ছত্র অধিপতি অরিজিৎ সিং। হিন্দি , বাংলা , তামিল , তেলেগু , অসমীয়া প্রভৃতি বিভিন্ন ভাষায় নিজের গানের জাদুতে শ্রোতাদের মোহিত করে রাখা অরিজিতের জন্ম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তাদের পরিবারে বরাবরই সঙ্গীতচর্চা চলে আসত । ছেলেবেলায় মা , দিদিমা , কাকিমা দের থেকেই সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন অরিজিৎ ।

তবে গানের জগতে তার প্রথম পদার্পণ ২০০৫ সালে। সে বছর ‘ফেম গুরুকুল ‘ নামে একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। যদিও প্রতিযোগিতার মাঝ পথ থেকেই বাদ পড়তে হয়েছিল তাকে , তবে তার মধ্যেই নিজের যত চিনিয়েছিলেন কিশোর অরিজিৎ। এরপর সঙ্গীত পরিচালক মিঠুনের মাধ্যমে মার্ডার ২ মুভিতে প্রথম প্লে ব্যাক করার সুযোগ পান অরিজিৎ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে, তার কেরিয়ার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী হয়েছে ।

সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের পিছনে ফেলে দেবে গায়ক অরিজিৎ সিং এর স্ত্রী, রইল ছবি

অরিজিতের প্রথম স্ত্রীর নাম রূপরেখা ব্যানার্জী। যে ‘ফেম গুরুকুল ‘ থেকে অরিজিৎ বাদ পড়েছিলেন , রূপরেখা ছিলেন সেই প্রতিযোগিতার বিজয়ী । ফেম গুরুকুল শেষ হবার কিছুদিন মধ্যেই বিয়ে করেন তারা। যদিও তাদের দাম্পত্য জীবন মোটেই সুখকর হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে। যদিও ঠিক কি কারণে তারা আলাদা হয়েছিলেন সে বিষয়ে দুজনের মধ্যে কেউই কোনোদিন মুখ খোলেননি।

স্কুলে পড়ার সময় একটি মেয়েকে ভীষন পছন্দ করতেন অরিজিৎ। তার নাম কোয়েল রায়। তবে স্কুলের পর কখনো তার সাথে কোনো যোগাযোগ হয়নি অরিজিতের । রূপরেখার সাথে ডিভোর্সের পর ফের তার জীবনে ফিরে আসেন স্কুললজীবনের সেই প্রথম ভালোবাসা। অরিজিতের মত পায়েলও ছিলেন বিবাহিত। প্রথম পক্ষের একটি কন্যাসন্তানও ছিল তার। প্রথম ভালোবাসাকে ফিরে পেয়ে আর দেরি করেননি অরিজিৎ।

সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের পিছনে ফেলে দেবে গায়ক অরিজিৎ সিং এর স্ত্রী, রইল ছবি

২০১৪ সালের ২১ শে মে বিবাহবন্ধনে আবদ্ধ হন অরিজিৎ ও কোয়েল। তাদের দাম্পত্য জীবন ভীষন সুখের। এক মেয়ে ছাড়া অরিজিৎ ও কোয়েলের আরো দুটি পুত্র সন্তান রয়েছে। অরিজিতের বিভিন্ন গানের কনসার্ট এ দেখা যায় কোয়েলকে। অরিজিতের মতে তার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী। এই মুহূর্তে দেশের ব্যস্ততম গায়ক সুযোগ পেলেই স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button