‘আপনার জন্য আমি সবসময় একা’ কার জন্য নিজেকে সবসময় সিঙ্গেল দাবি করলেন রচনা

বিকাল ৫ টা হলেই বাঙালির মা বৌয়েরা টিভি খুলে দেখতে বসেন ‘দিদি নং ওয়ান’ (Didi No 1)। আর এই শো যার জন্য জনপ্রিয়, তিনি হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একসময় বহু বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। আজকাল তাঁকে বড় পর্দায় না দেখা গেলেও, চুটিয়ে সঞ্চালনার কাজ করে চলেছেন তিনি। বিয়ে করলেও স্বামীর সঙ্গে থাকেন না। এদিন এক হিরো কে দেখে নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেন রচনা। চলুন বিস্তারিত জেনে নিন।

ছবির প্রমোশন করতে গিয়ে ফ্লার্টিং শুরু করে দেন অনিমেষ দত্ত

সম্প্রতি দিদি নং ওয়ান-র মঞ্চে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত হয়েছিলেন অপু তথা শাশ্বত  চ্যাটার্জি (Saswata Chaterjee)। তিনি উপস্থিত হয়েই দিদির সঙ্গে ফ্লার্টিং শুরু করে দেন। আসলে অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘আবার প্রলয়’ (Abar Proloy)-এর প্রমোশনে ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল অফিসার অনিমেষ দত্ত তথা শাশ্বত পৌঁছে গিয়েছিলেন দিদি নং ওয়ান-এ। সেখানে গিয়ে ফ্লার্টিং করে রচনাকে বলেন, ‘কতদিন পর দেখা… আপনি আছেন নাকি একা?’  এর জবাবে অভিনেত্রী জানান, ‘আপনার জন্য আমি সবসময় একা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

 

স্বামীর সঙ্গে থাকেন না রচনা

জানিয়ে রাখি, রচনা বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকেন না। একসঙ্গে না থাকলেও তাঁরা কিন্তু এখনো ডিভোর্সি নয়। ছেলের কথা ভেবেই স্বামীর সঙ্গে ডিভোর্স করেননি তিনি। আসলে রচনার একমাত্র ছেলে প্রনীল। তাঁকে ঘিরেই রচনার সব স্বপ্ন। আর ছেলের কথা ভেবে তিনি এখনো স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছেন। যাতে ছেলেকে এটা শুনতে না হয় যে তাঁর বাবা মা ডিভোর্সি।

 

মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়’

শাশ্বত চ্যাটার্জির কথা যেহেতু উঠেছে, বলে রাখি, আজই মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘আবার প্রলয়’। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত এই ছবিটি নিয়ে আশাবাদী অনেকে। ঐদিন ছবির প্রমোশনে এসেই রচনার সঙ্গে দুস্টুমী করেন তিনি। এছাড়াও নিজের সিনেমার ডায়লগ ও বলেন তিনি, ‘কবি বলেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন…আমি ‘ম’ বলি না ‘ক’ বলি কেলাবেন তিনি কেলাবেন…।’ এই এপিসোডের এই অংশ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

Leave a Comment