বাংলা টিভি সিরিয়ালের অন্যতম এক জনপ্রিয় নায়িকা হলেন ইধিকা পাল।টেলি জগতে তার অভিনয়ের শুরু জনপ্রিয় ধারাবাহিক ‘কপালকুণ্ডলা’-র হাত ধরে। অভিনয় জীবনের দীর্ঘ কেরিয়ারে তিনি যতগুলি ধারাবাহিকে অভিনয় করেছেন প্রত্যেকটিই দর্শকদের কাছে অফুরন্ত ভালোবাসা পেয়েছে।ধারাবাহিক গুলিতে অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন।
বাংলা ধারাবাহিক যারা দেখেন তারা তাকে কেউ রিমলি বলে ডাকে আবার কেউ তাকে ডাকে রঞ্জা বলে।নায়িকার চরিত্রের পাশাপাশি খলনায়িকার চরিত্রেও যথেষ্ট ছাপ ছেড়েছেন অভিনেত্রী। এবার টেলি দুনিয়া থেকে সোজা পাড়ি জমিয়েছেন বাংলাদেশের বড়পর্দাতে। গত ঈদেই মুক্তি পেয়েছে ওপার বাংলার সুপারহিট নায়ক শাকিব খানের নতুন ছবি প্রিয়তমা।ইধিকা এই ছবিতেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
বড়োপর্দায় প্রথমবারের মতো প্রধান চরিত্রে তাকে দেখা গেছে এই ছবির মধ্য দিয়ে।গত ২ জুলাই অভিনেত্রীর ২৫ তম জন্মদিন ছিল।জন্মদিনের দিন তিনি এমন একটি কাজ করেছেন যা দেখে দর্শকদের মনে আরও গভীর জায়গা করে নিয়েছেন তিনি।অভিনয় প্রতিভা দিয়ে মন জিতে নিয়েছিলেন তিনি,এবার আবার নতুন করে দর্শকদের মন জিতে নিলেন ইধিকা।
View this post on Instagram
নায়ক নায়িকার জন্মদিন মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেলিব্রেশন হই-হুল্লোড় আর পার্টির একাধিক ছবি। তবে এখানেই অন্যদের থেকে পুরোপুরি ভিন্নভাবে নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী।নিজের জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও শেয়ার করেছেন ইধিকা।
একদম অন্যরকম এই উদযাপন দেখে সোশ্যাল মিডিয়ার মানুষজন মুগ্ধ হয়ে গিয়েছেন।অভিনেত্রীর পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে জন্মদিনের দিন কিছু মানুষকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন তিনি।নিজের হাতে বেড়ে তাদের খাওয়াতেও দেখা গিয়েছে অভিনেত্রীদের। জন্মদিনের দিন অভিনেত্রীর এই ধরনের উদযাপন দেখে দর্শকরাও খুব খুশি হয়েছেন। নেটিজেনরা ইধিকার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।