Lifestyle

IAS Himanshu Gupta: দিনমজুরি করেই সংসার চলত, UPSC পাশ করে বাবার মুখ উজ্জ্বল করলেন IAS সন্তান

জীবনে চলার পথে আমাদের মধ্যে প্রায় সকলকেই কোনো না কোনো রকম ভাবে নানান বাঁধার সম্মুখীন হতে হয়। তাই জীবনে সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই দেখা যাবে কোনো বাঁধাই বাঁধা নয়। এমনটাই আবারও একবার তা প্রমাণ করে দিলো IAS অফিসার হিমাংশু গুপ্তা।

UPSC পরীক্ষার প্রতিযোগিতা যেখানে পর্বত সমান সেখানে সাফল্য পেতে গেলে, যে কঠোর পরিশ্রমের দরকার তা আর আলাদা করে কিছু বলার নেই। অতি নিম্নবিত্ত দরিদ্র পরিবার থেকে একজন IAS অফিসার হওয়ার পথটা মোটেও অতটা সহজ ছিলোনা। তাই দারিদ্রকে নিত্যসঙ্গী করেই নানান বাঁধাবিপত্তি পেরিয়ে নিজের স্বপ্নপূরনে অবিচল থেকেছিলো, হিমাংশু (IAS Himanshu Gupta)

Ias Himanshu Gupta
Ias Himanshu Gupta

সারা ভারত তথা বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করতে হয় এই IAS অফিসার হতে গেলে। (UPSC) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত এই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলে, তবেই IAS বা IPS এর মতো উচ্চপদস্থ সরকারের কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়া সম্ভব। IAS বা IPS অফিসার হওয়া বর্তমানে হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন। হিমাংশু (IAS Himanshu Gupta) ও তাঁদের মধ্যে একজন।

Ias Himanshu Gupta
Ias Himanshu Gupta

জানা গেছে, হিমাংশু (IAS Himanshu Gupta) কোনো রকমের কোচিং ছাড়াই পড়াশোনা চালিয়ে গিয়ে তিন তিনবার সিভিল সার্ভিসের গণ্ডি পেরিয়েছেন। তিনি 2020 সালে সিভিল সার্ভিসের পরীক্ষায় সারা ভারতবর্ষে 139 নম্বর স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় বরাবরই তিনি দারুন ছিলেন। তবে তাঁর ছোটবেলার জীবনটা মোটেও অতটা সুখকর ছিলোনা। গোড়ার থেকেই অর্থনৈতিক প্রতিকূলতা পরিবারে ছিলো তাদের নিত্য সঙ্গী। হিমাংশু উত্তরাখণ্ডের উধম সিং জেলার সিতারাগঞ্জের বাসিন্দা।

Ias Himanshu Gupta
Ias Himanshu Gupta

হিমাংশু (IAS Himanshu Gupta) আরও জানান, যে সংসার চালাতে তাঁর বাবাকে দিনমজুরের কাজ করতে হতো। এবং যখন কোনও কাজ থাকতো না তখন তাদের একটি চায়ের দোকানই ছিলো দুবেলা-দুমুঠো খাবার জোগান দেওয়ার একমাত্র সম্বল। এবং সেই সময় বাবার সঙ্গে সে চায়ের দোকানে হাত লাগিয়ে সাহায্য করতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button