Heavy Rain Alert: জোড়া নিম্নচাপের মুখে বাংলা, ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি হল দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে

বিগত কয়েকদিন ধরেই গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) ভিজছে (Wet Season) বিক্ষিপ্ত বৃষ্টিপাতে। অন্যদিকে এক মাস আগে থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ। পশ্চিমবঙ্গ (West Bengal) -এ বর্ষা প্রবেশ করলেও রয়েছে বৃষ্টির ঘাটতি। তবে এবার তা পূরণ হয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Office)। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া।
জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

কলকাতা (Kolkata) -য় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সর্বত্র। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে কলকাতার জায়গায় জায়গায়। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার কলকাতার তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি থেকে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Rain
Image Source Google

দক্ষিণবঙ্গে কলকাতা ও এর আশেপাশের এলাকাতে মাঝেমাঝেই এখন প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হচ্ছে না। জোড়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে সাফ দেখা দিতে পারে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে কলকাতা
আশেপাশের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ হাল্কা-মাঝারি বৃষ্টিপাত চলবে এখন কয়েকদিন।

Rain
Image Source Google

টানা একমাস পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। তাই কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন পাহাড়ের মানুষেরা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। তবে উত্তরবঙ্গের পর এবার প্রবল বর্ষণে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ।

শনি এবং রবিবার বাড়বে বৃষ্টিপাত, তাই জেলায় জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। শুধু আজ নয়, এখন আরও কিছুদিন রাজ্যজুড়ে বর্ষার এমনই অল্পবিস্তর দাপট দেখা যাবে। আগামী ৪/৫ দিন রাজ্যের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Leave a Comment