Entertainment

‘হ্যাপি বার্থ ডে দুষ্টু!’ শোভনের জন্মদিনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন বৈশাখী, নেট মাধ্যমে ভাইরাল ছবি

প্রিয় মানুষের জন্মদিন বলে কথা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) একান্ত নিজের মানুষটার জন্মদিন, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের (Sovon Chatterjee) জন্মদিন। একটা একটা বছর অতিবাহিত করে ৫৯ টা বছর পার করে ৬০ এ পৌঁছে গিয়ে “সিনিয়র সিটিজেন” হলেন প্রাক্তন মেয়র। এবারের জন্মদিনে বৈশাখীর সাথেই তার কন্যা মেহুলও উপস্থিত ছিলেন।

'হ্যাপি বার্থ ডে দুষ্টু!' শোভনের জন্মদিনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন বৈশাখী, নেট মাধ্যমে ভাইরাল ছবি

মনের মানুষ দুষ্টু’র জন্মদিন নিয়ে ভীষণ তৎপরতা দেখা যায় বৈশাখীর মধ্যে। সময় নষ্ট না করেই রাত থেকেই তোড়জোড় শুরু হয়। নতুন করে বাড়ি সাজানো হয় ফুল-বেলুন সহযোগে। থাকে কেকের আয়োজনও। প্রাক্তন মেয়র কেক কেটে জন্মদিন পালন করেন। আর এই বিশেষ মূহুর্তের ছবি ফেসবুক এ পোস্টে করতেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে শোভন এবং বৈশাখী একে অপরকে জড়িয়ে ধরে আছেন।

'হ্যাপি বার্থ ডে দুষ্টু!' শোভনের জন্মদিনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন বৈশাখী, নেট মাধ্যমে ভাইরাল ছবি

ছবিতে আরও দেখা যাচ্ছে, একে ওপরের ঠোঁটের স্পর্শের দৃশ্য, যেন মিশে যাচ্ছে যুগলের ঠোঁট। এবং দুজনের মুখেই লজ্জার রক্তিম আভা। বৈশাখী নিজের মনের মানুষকে কেক কেটে খাইয়ে দিচ্ছেন নিজেরই হাতে করে। এমন সুন্দর প্রেমের মুহূর্তের সাক্ষী থাকলেন বৈশাখীর মেয়ে মেহুল। এই ছবির অংশ তিনজনই, তিনজনের উপস্থিতি মুহূর্তটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। বৈশাখী প্রাক্তন মেয়র কে আরো চমকের জন্য দেন, এক তোড়া লাল গোলাপ সহ উপহার নিজের হাতে করে।

'হ্যাপি বার্থ ডে দুষ্টু!' শোভনের জন্মদিনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন বৈশাখী, নেট মাধ্যমে ভাইরাল ছবি

জানা যায়, প্রিয় মানুষের জন্য বৈশাখী নিজে পছন্দ করে ক্রিম কালারের একটি ‘স্মাইলি’ কেক এনেছিলেন, কেক এ লেখা ছিল ‘হ্যাপি বার্থডে দুষ্টু’, সেই কেক কেটেই শোভন জন্মদিন পালন করেন। শুধু একটা কেক নয় প্রাক্তন মেয়রের জন্মদিনে ছিল আর একটি চকোলেট কেকও। এত কিছুর সঙ্গে তার জন্মদিন উপলক্ষে ঘরের দেওয়ালেও সেজে উঠেছিল ‘স্মাইলি’ আঁকা ‘হ্যাপি বার্থডে দুষ্টু’ ওয়াল পেইন্টিংয়ে। এই ছবিতেও দেখা যায় সবসময়ের মতই জন্মদিনের দিনেও শোভন-বৈশাখীর পরনেও ছিল একই রঙের পোশাক। সবকিছু মিলিয়ে শোভনের জন্মদিনের মুহূর্তকে সাজিয়ে তোলেন তার প্রানপ্রিয় সখি বৈশাখী সুন্দর করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button