News

Gold Price Today: একধাক্কায় কমে গেল সোনা ও রূপোর দাম, জেনে নিন

সোনার দাম (Gold Price Today) যে হারে বেড়েছে তা সাধারণ মানুষের আজকাল হাতের নাগালের বাইরে। ছোঁয়া তো দূর দাম শুনলেই আঁতকে উঠছে মানুষজন। আমেরিকা ও ইউরোপের ব্যাঙ্কিং সংকটের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার আশঙ্কা কাজ করছে গত কয়েক সপ্তাহ ধরেই। এই সমস্ত সমস্যা গুলোর কারণে সোনার দাম (Gold Price Today) টা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বের নানান অন্য আন্য দেশ গুলো ব্যাংক সংস্থা বিপুল হারে সোনা কিনছে। সোনার দাম (Gold Price Today) বাড়ার মূল কারণ তবে এটাই আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য দেশে বিপুল হারে অর্থ সংকট, ডলারের দুর্বলতা , শেয়ার বাজার চাহিদা এসব বাড়ার ফলে সোনায় দ্রুত বেড়েছে বিনিয়োগ।।

তবে এসবের মধ্যে ও গতকাল শনিবার কলকাতায় সোনার দাম (Gold Price Today) অনেকটাই কমেছিল। উইকেন্ডে র শুরু তেই এত ভালো একটা খবর কার ই না শুনতে ভালো লাগে বলুন। আজ অর্থাৎ রবিবার সকালে দাম টা আবারও ঊর্ধ্বমুখী অবস্থার চিত্ররূপ নিল। ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম অনেক বেশি । দেখে নিন আজকের সোনা ও রূপার সঠিক দাম গুলো।

Gold Price
Image Source Google

আজ কলকাতায় সোনার দাম –

১. প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০,৩৮০ টাকা।
২. প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম ৫৫,৩৫০ টাকা ।।

গতকাল অর্থাৎ শনিবার কলকাতায় সোনার দাম ছিল –

১. প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০, ১১০ টাকা।
২. প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম ৫৫, ১০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি –

১. প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায় মূল্যবৃদ্ধি ২৭০ টাকা।
২. প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনায় মূল্যবৃদ্ধি ২৫০ টাকা ।

আজ কলকাতায় রূপার দাম –

৭৭, ০০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপার দাম –

৭৬,৪০০ টাকা প্রতি কেজি। আজকের মূল্য হ্রাস ৬০০ টাকা প্রতি কেজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button