News

সোনার দামে বড়সড় পরিবর্তন, এক নজরে দেখে নিন আজকের বাজার মূল্য

গত কালকেই সোনার মূল্যে দেখা গিয়েছিল সামান্য কিছু পতন। যদিও আন্তর্জাতিক বাজারে এখনও চলছে ফ্ল্যাট ট্রেন্ডিং। সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান একটি মন্তব্য করেছিলেন যে আগামী দিনেও বাড়তে পারে পলিসি রেট। যার সম্ভাবনা প্রবল। আর মনে করা হচ্ছে তার এই মন্তব্যের জেরেই হলুদ ধাতুর ওপর অনীহা বৃদ্ধি পেয়েছে বিনিয়োগকারীদের।

সোনার দামে বড়সড় পরিবর্তন, এক নজরে দেখে নিন আজকের বাজার মূল্য

এমত অবস্থায় স্পট গোল্ডের মূল্যে সামান্য পতন দেখা গেছে বিশ্ব বাজারে। স্পট গোল্ডের মূল্য ০.১% কমার ফলে ১৯১৯.৯৫ মার্কিন ডলার হয়েছে প্রতি আউন্স। ১৯২৭.৮০ ডলার ছিল এর আগে। এদিন স্পট সিলভারের দামেও সামান্য পতন দেখা দিয়েছে। এখানেও ০.১% হ্রাস পেয়ে আউন্স প্রতি মূল্য হয়েছে ২২.৮৬ ডলার।

সোনার দামে বড়সড় পরিবর্তন, এক নজরে দেখে নিন আজকের বাজার মূল্য

সোনা ও রূপার দামে যখন পতন লক্ষ্য করা গেলো ঠিক তখনই দাম বৃদ্ধি পেয়েছে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের। এদিন প্যালাডিয়ামের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯১১.৫২ টাকা অর্থাৎ ০.৬%। অপরদিকে প্ল্যাটিনাম এর মূল্য প্রায় ১.৪% বৃদ্ধি পেয়ে মূল্য দাড়িয়েছে ১২৪৫.৯৫ মার্কিন ডলার। আজ কলকাতায় সোনার দাম – আজ কলকাতায় সোনার দাম রয়েছে গ্রাম প্রতি ৫৪১৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৫৪১৫০ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button