এই বছর ভারতে আপেক্ষিক ভাবে অনেকটাই বেড়েছে সোনা রূপার দাম। সাধারণ মানুষের এক আনা সোনা কিনতে নাফিফাস উঠে যাওয়ার যোগাড়। তবু বাধ্য হয়ে উপায় না খুজে মানুষ কে বেশি দাম দিয়ে সোনা কিনতেই হয়। ভারতে সোনা ও রূপা এর দাম নির্ভর করে অনেক কিছুর উপর থেকে।
দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা, এবং দেশের অভ্যন্তরে থাকা বাজারের অবস্থা দেখে সোনা এবং রূপার দাম বাড়ানো ও কমানো হয়ে থাকে। এবং যে রাজ্যের কর যেমন সেই রাজ্যের সোনার দাম টাও সেভাবেই বাড়ানো কমানো হয়ে থাকে। এরফলে সব দিকটাই ব্যালান্স দিয়ে সামঞ্জস্য রাখা সম্ভব হয়।।
গত কাল রবিবার সোনার দাম যেমন টা ছিল আর আজ কি অবস্থায় আছে চলুন দেখে আসি একবার সেটা। কাল সোনার দর বাজারে ঊর্ধ্বমুখী অবস্থাতে ছিল। এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম বাড়লেও ২২ ক্যারেট এর দাম স্থিতি শীল ছিল। একবার সোনা এবং রূপার বর্তমান দাম টা চোখ বুলিয়ে নিন।।
আজ কলকাতায় সোনার দাম ও রূপার দাম, দেখে নিন একনজরে
আজ কলকাতায় সোনার দাম –
১. প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০,৪১০ টাকা।
২. প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম ৫৫,৩৫০ টাকা ।।
গতকাল অর্থাৎ রবিবার কলকাতায় সোনার দাম ছিল –
১. প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০, ৩৮০ টাকা।
২. প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম ৫৫, ৩৫০টাকা।
আজকের মূল্যবৃদ্ধি –
১. প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায় মূল্যবৃদ্ধি ৩০ টাকা।
২. প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা ।
আজ কলকাতায় রূপার দাম –
৭৭, ০০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপার দাম –
৭৭,০০০ টাকা প্রতি কেজি।
গতকাল ও রূপার দাম ছিল একই।। আজকের মূল্য বৃদ্ধি ০০ টাকা প্রতি কেজি।