বর্তমান সময়ে প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন দেখা যায়। আর এই স্মার্টফোনে আজ গোটা দুনিয়া এসে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার এত বাড়বাড়ন্ত যে, এই যুগকে সোশ্যাল মিডিয়ার যুগও। বলা যায় সোশ্যাল মিডিয়ার যেমন অনেক ভালো দিক আছে তেমন বেশ কিছু খারাপ দিক রয়েছে।
তবে সেই সমস্ত খারাপ দিক -কে ছাপিয়ে গেছে ভালো দিকগুলি। যার ফলে সোশ্যাল মিডিয়া আজ এত পপুলার। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত বুঝে থাকি ইউটিউব (youtube), ফেসবুক (facebook), টুইটার (twitter), ইনস্টাগ্রাম (instagram) ইত্যাদি -কে। বেশ কিছু বছর আগে প্রতিভা (Talent) থাকলেও জনপ্রিয়তা পাওয়া খুবই কষ্টের ছিল। কিন্তু আজ তা সহজ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই মানুষ আজ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদি কারোর মধ্যে প্রতিভা থাকে তাহলে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে সে। আমরা সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন ধরনের খবর পাই।
আমরা নিজেদের অলস সময় সোশ্যাল সাইটগুলিতেই কাটিয়ে থাকি। তাই মুহূর্তেই যে কোন ভিডিও ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া কেবলমাত্র সংবাদ মাধ্যম হয়েই সীমাবদ্ধ থাকেনি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে হলুদ পোশাক পরা দুজন তরুণ তরুণীকে দেখা গেছে। আসলে ভিডিওটি কেদারনাথের। ভিডিওটি সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অনেকে তীব্র আপত্তিও জানিয়েছেন।
Uttarakhand | Shri Badarinath Kedarnath Temple Committee (BKTC) writes to Shri Kedarnath Dham Police, asking them to keep strictly monitor the area around the Temple and take action against those making YouTube shorts/videos/Instagram reels to ensure any such incident is not… pic.twitter.com/x7plfnn5bm
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 6, 2023
যাচ্ছে কেদারনাথ মন্দিরের কমিটি পুলিশের দ্বারস্থ হয়েছে। এই ঘটনার পরেই মন্দির প্রাঙ্গণে মোবাইলে ছবি তোলা ও ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আসলে কেদারনাথ ধামকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের গভীর শ্রদ্ধা রয়েছে। মহাদেবের সামনেই একজন তরুণী আংটি দিয়ে তার প্রেমিককে বিয়ের জন্য প্রপোজ করেছেন। আর এই ভিডিওতে ঘিরেই শুরু হয়েছে তুমুল জল্পনা। বেশ কিছু নেট নাগরিক এই ঘটনায় খারাপ কিছুই দেখেনি। অপরদিকে অনেকেরই মনে হয়েছে এমন ঘটনা মন্দিরের গরিমা খন্ডন করেছে। সেই সময় উপস্থিত ছিলেন অনেক পূর্ণার্থীরাই।
কেউ কেউ সাপোর্ট করলেও অনেকে কড়া সমালোচনা করেছেন সেখানেই। এবার তাই মন্দির কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ভিডিও করা যাবে না। এই প্রসঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরো খবর পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।