Samajik Suraksha Yojana : সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ! রাজ্যের সামাজিক সুরক্ষা যোজনা-র প্রকল্পে মিলবে কী কী সুবিধা?

বিগত বেশ কয়েকবছর ধরেই বর্তমান শাসকদল ক্ষমতায় আসার পর থেকেই নানা বিধ প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও বা শাসকদলের এহেন নানাবিধ প্রকল্প নিয়ে নানা মানুষের মধ্যে নানান মতপার্থক্য রয়েছে। তবে সেসব বাদ দিয়েও বলা যায় পশ্চিমবঙ্গের প্রায় সবরকম শ্রেণীর উন্নতির কথা মাথায় রেখেই নানান প্রকল্পের সূচনা করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে জানানো হবে রাজ্যের অসংগঠিত শ্রমিক দের জন্য করা সামাজিক সুরক্ষা প্রকল্প।

Image 250, সামাজিক সুরক্ষা যোজনা, Samajik Suraksha Yojana : সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ! রাজ্যের সামাজিক সুরক্ষা যোজনা-র প্রকল্পে মিলবে কী কী সুবিধা?

সামাজিক সুরক্ষা যোজনা – পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি চালু করা হয়েছে সমস্ত রকম অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী কিংবা পরিবহন কর্মী অথবা যেকোন শ্রমিক শ্রেণীর মানুষ দের সুরক্ষার কথা মাথায় রেখে। এই প্রকল্পের সাহায্যে শ্রমিক শ্রেণীর মানুষরা নানাবিধ সরকারি সুবিধা পেয়ে থাকবে। যার মধ্যে কাজের প্রশিক্ষণ তো রয়েছেই তার সাথে চিকিৎসা বাবদ নির্দিষ্ট পরিমান কিছু টাকা এবং দুইজন ছেলেমেয়ের পড়াশোনার খরচ ও বহন করবে সরকার।

সামাজিক সুরক্ষা যোজনা-র সুবিধা – সামাজিক সুরক্ষা যোজনা-র আওতায় থাকা মানুষেরা বেশ কিছু সুবিধা পেয়ে থাকবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো প্রকল্পের আওতায় থাকা মানুষদের সর্বোচ্চ দুটি সন্তানের পড়াশোনার খরচ বাবদ বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরবরাহ করা হবে। এক্ষেত্রে কোন বিষয়ে বা কিসে পড়াশোনা করছে তার ওপর নির্ধারণ করা হবে অর্থের পরিমান। সেক্ষেত্রে একাদশ শ্রেণীতে পাঠরত হলে ৪ হাজার, দ্বাদশ শ্রেণী হলে ৫ হাজার, আইটিআই হলে ৬ হাজার, স্নাতক হলে ৬ হাজার, PG হলে ১০ হাজা, পলিটেকনিক হলে ১০ হাজার এবং যদি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র/ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে টাকার পরিমান দারাবে বাৎসরিক ৩০ হাজার।

এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রেও পাওয়া যাবে অর্থ। সেক্ষেত্রে উপভোক্ত বা তার পরিবারের কেউ অসুস্থ হলে ২০ হাজার বা অপারেশন করতে হলে ৬০ হাজার বা দুর্ঘটনায় আহত হলে ১০ হাজার টাকা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর মাধ্যমে। এছাড়াও ব্যক্তি কর্মক্ষম হয়ে পড়লে ২ লক্ষ্য টাকা আর্থিক সাহায্য পেতে পারেন। এছাড়াও যদি এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তি পরলোক গমন করেন বা দুর্ঘটনায় মৃত্যু হয় সেক্ষেত্রে তার পরিবার যথাক্রমে ৬০ হাজার এবং ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।

Image 251, সামাজিক সুরক্ষা যোজনা, Samajik Suraksha Yojana : সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ! রাজ্যের সামাজিক সুরক্ষা যোজনা-র প্রকল্পে মিলবে কী কী সুবিধা?

কারা পাবেন এই সুযোগ ?  সামাজিক সুরক্ষা যোজনা-র আওতায় কেবলমাত্র অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষেরাই আবেদন করতে পারবেন। এছাড়াও আরো বেশ কিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে। যেমন ব্যক্তির পারিবারিক মাসিক উপার্জন হতে হবে ৬৫ হাজারের নীচে। বয়স সর্বনিন্ম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত হতে পারে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি – এই সামাজিক সুরক্ষা যোজনার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর আঁধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ব্যাংকের পাশ বই এর জেরক্স ইনকাম সার্টিফিকেট এবং পরিবারের সমস্ত সদস্যের পরিচয়পত্র বাধ্যতামূলক। এগুলি থাকলে এবং উপরিউক্ত সমস্ত নিয়ম গুলি আপনার সাথে মিলে গেলে আপনি নিজের ব্লক অফিসে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও অনলাইনে wblabour.gov.in ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারেন।

Leave a Comment