মানুষ অভ্যাসের দাস। নিয়ম পালনের মধ্যে দিয়ে মানুষ যা করে তাই তার অভ্যাসে পরিণত হয়। ধর্ম পালনের ক্ষেত্রেও এই অভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ ভাবে হিন্দু ধর্মে যে সব নিয়ম রয়েছে তা পালন ও অভ্যাসের মধ্যে দিয়ে এক পীড়ি থেকে অন্য পীড়ির কাছে প্রেরিত হয়েছে। আজ ধর্মবিশ্বাসের সঙ্গে যুক্ত এমনই এক বিষয় বলবো, যা মেনে চললে আপনার ভালো। না মানলে আপনার ক্ষতি হতে পারে। চলুন তাহলে বিস্তারিত জেনে নিন।
হিন্দু ধর্মের নিয়মগুলো মেনে চললে জীবন হয়ে উঠে অর্থবহ। এই নিয়মগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পালনের মধ্যে দিয়ে আসে। এগুলি পালনের মধ্যে দিয়ে মানুষের চারিত্রিক গুণাবলী দৃঢ় হয়ে ওঠে। এমন অনেক নিয়ম রয়েছে, যেগুলি পালন করলে তা আপনার জীবনে অশুভ ছায়া ফেলতে পারে। একই ভাবে ভগবানের কাছে বসে প্রার্থনা করারও অনেক নিয়ম রয়েছে। ভুলেও এমন ভাবে বসে প্রার্থনা করবেন না। নাহলে হতে পারে চরম ক্ষতি।
অনেকেই আছেন যারা হাত পা ছড়িয়ে বসতে ভালোবাসেন। সুযোগ পেলেই হাত, পা ছড়িয়ে দিন ট্রামে বাসে, এখানে সেখানে। তবে ভুল করেও ভগবানকে প্রার্থনা করার সময় পা ছড়িয়ে বসবেন না। শাস্ত্র মতে লক্ষ্মীকে ধনদেবী বলা হয়ে থাকে। আর পা ছড়িয়ে ভগবানের আরাধনা করলে ধনদেবী ক্ষুব্ধ হন। এ কথাও প্রচলন রয়েছে যে, পা ছড়িয়ে বসে ভগবানের প্রার্থনা করলে তারা কখনো ভালো উপার্জন করতে পারে না। জীবনে তাদের আর্থিক সংকট লেগেই থাকে।
অন্যদিকে যদি পৌরাণিক শাস্ত্রের কথা বলি, তবে এ অনুসারে দাঁড়িয়ে পূজা করা শাস্ত্র সম্মত নয়। দাঁড়িয়ে পূজা যারা করেন, তারা ফল পান না বলেও শাস্ত্রে বলা হয়েছে। তাই বাড়িতে পুজো করার সময় দাঁড়িয়ে কিংবা পা ছড়িয়ে পুজো করবেন না। বরং মাটিতে আসন পেতে বসে পুজো করাই শাস্ত্র সম্মত। আর পুজো করার সময় মাথা অবশ্যই ঢেকে রাখবেন।