Entertainment

মহানায়ক উত্তম কুমারের চরিত্রে দেব? “নায়ক” ছবির শুটিং নিয়ে কি বললেন তিনি? সব জল্পনা কল্পনার অবসান করলেন তিনি

সত্যজিৎ রায়ের "নায়ক" সিনেমায় অভিনয় করছেন দেব। ভক্তদের উদ্দেশ্যে কি বললেন তিনি?

বাংলা টলিউড(Tollywood) ইন্ডাস্ট্রি এর এক উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে দেব ওরফে দীপক অধিকারী(Dipak Adhikari)। আজ অবধি তিনি যতগুলি সিনেমা করেছেন প্রত্যেকটাই হয়েছে সুপার হিট আর নয়তো ব্লক বাস্টার। তবে এবার কোনো কমার্শিয়াল ছবি নয় বরং এবার তিনি উত্তম কুমারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। টলিউড ইন্ডাস্ট্রি (Industry) তে যা এই প্রথম। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়। তবে এটা যদি সত্যি হয় তাহলে অনেক বড় সড় কোনো নির্মাণ হতে চলেছে টলিউড(Tollywood)ইন্ডাস্ট্রি তে।

মহানায়ক উত্তম কুমারের চরিত্রে দেব? &Quot;নায়ক&Quot; ছবির শুটিং নিয়ে কি বললেন তিনি? সব জল্পনা কল্পনার অবসান করলেন তিনি

বিষয়টি কে খোলসা করে দিলে ভালো হয়। সত্যজিৎ রায়ের পরিচালিত (Direction) একটি সুপারহিট ছবি “নায়ক” (Nayak) যেখানে অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার সেই নায়ক ছবির অবলম্বনেই তৈরি করা হচ্ছে একটি ছবি। এখানে মহানায়ক এর চরিত্রে অভিনয় করবেন দেব এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর হিসেবে জানা যাচ্ছে যে রামকমল মুখোপাধ্যায় (Ramkomol mukhopadhhay) এই ছবির পরিচালনা করবেন।’ নায়ক ‘ ছবিটার উপর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেই এই ছবিটি করা হবে।

আরও পড়ুন : আজকের রাশিফল, জেনে নিন কেমন কাটবে আপনার দিন

এই বিষয়ে সত্যজিৎ রায়ের ছেলের সাথেও কথা বলেছেন প্রোডাকশন হাউস। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া নায়ক আজ ও বাঙালির মনে চক চক করছে। তবে অবশ্য অটোগ্রাফ ছবিতে নায়ক সিনেমা এবং সত্যজিৎ রায় দুজন কেই ট্রিবিউট দেওয়া হলেও এই সিনেমা টি তৈরি হলে তা হয়তো সিনেমা প্রেমীদের কাছে আরও ভালো কিছু গঠন করতে পারবে।

আরও পড়ুন : জেনে নিন আপনার এলাকার আবহাওয়ার খবর, কেমন থাকবে আজকের আবহাওয়া

মহানায়ক উত্তম কুমারের চরিত্রে দেব? &Quot;নায়ক&Quot; ছবির শুটিং নিয়ে কি বললেন তিনি? সব জল্পনা কল্পনার অবসান করলেন তিনি

দীপক অধিকারী ওরফে দেব এখন সিনমা নিয়ে খুবই জমজমাট মুড এ আছেন। আগামী মাসে রিলিজ করবে তার নতুন সংযোজন ” বোমকেশ ও দুর্গ রহস্য” । পুজোয় আসতে চলেছে তার সৃষ্টি অনবদ্য এক সিনেমা “বাঘা যতীন”। এ ছাড়া সৃজিত মুখার্জি এর সাথেও তার একটি ছবি নিয়ে কথা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button