একের পর এক নতুন ধারাবাহিক জি বাংলা (Zee Bangla) তার দর্শকদের উপহার দিয়েই চলেছে। ১২ ই জুন থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকটির গল্প দর্শকদের বেশ ভালই লেগেছিল। আর কাস্টিং এর কথা তো বলাই বাহুল্য। প্রথম থেকেই নায়ক আর নায়িকা সহ এই ধারাবাহিকের পুরো টিম মন জয় করে নিয়েছে দর্শকদের।
নায়ক হিসেবে অভিষেকের (Abhishek) অভিনয় নিয়ে নতুন করে আর কিছু বলার জায়গা নেই। একজন অনবদ্য অভিনেতা তিনি। যখনই কোন চরিত্রে অভিনয় করেন সেটি পুরো জীবন্ত করে তোলেন পর্দার। তবে এবার অভিষেকের বিপরীতে রয়েছে নবাগতা অভিনেত্রী দিব্যানী (Divyani)। তাঁর স্বচ্ছল অভিনয় দেখে কেউ বলতে পারবে না এটাই তাঁর প্রথম মেগা সিরিয়াল। যেমন অনবদ্য এক্সপ্রেশন ঠিক ততটাই ভালো লিপ সিং।
এই ধারাবাহিকের নায়ক শান্ত অথচ রাগী। অপরদিকে রয়েছে নায়িকা চঞ্চলতা আর খুশমেজাজে ভরপুর। এমন বিপরীত গুণই তো আকৃষ্ট করে দর্শকদের। ফুলকির (Phulki) এই চঞ্চলতা আর বাচ্চামো খুব পছন্দ হয়েছে দর্শকদের। এর আগে জি বাংলার পর্দায় চলছিল ‘মিঠাই’ (Mithai)। মিঠাই শেষ হওয়ার পরেই টেলিকাস্ট হওয়া শুরু হয়েছে ফুলকি। তবে এই ধারাবাহিক মিঠাই এর জায়গা নিতে পারবে কিনা তা বলা যাচ্ছে না।
জি বাংলার পর্দায় শুরু হয়েছে আরও একটি ধারাবাহিক। নাম ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। ৩০ শে জানুয়ারি থেকে টেলিকাস্ট হওয়া শুরু হয়েছে এটি। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছে মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Bandyopadhyay), শ্বেতা মিশ্র (Sweta Mishra) আর তিতিক্ষা দাস (Titiksha Das)। তিতিক্ষা আর শ্বেতা দুই বোন। বড় বোন অসুস্থ হওয়ায় ছোট বোন রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছে তাকে।
তা সত্ত্বেও মা আর বড় বোন পছন্দ করে না মেঘ ওরফে ছোট বোনকে। অনেকেই ভেবেছিলেন এই ধারাবাহিকটি ‘ইচ্ছে নদী’ (Ichche nodi) ধারাবাহিকের কপি হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত পুরোপুরি অনুকরণ দেখা না গেলেও। এই ধারাবাহিকটি যে ‘ইচ্ছে নদী’ ধারাবাহিককে অনুসরণ করেই তৈরি হয়েছে তা বলা বাহুল্য। বড় বোনের চরিত্রে রয়েছে শ্বেতা আর ছোট বোনের চরিত্র কি শিক্ষা। নায়িকা হিসেবে এটি তিতিক্ষার দ্বিতীয় কাজ। এক সময় তিনি ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার।
আপাতত মেঘ (Megh) আর ফুলকির (Phulki) মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে এই দুটি চরিত্রই দর্শকদের মনে অল্প সময়ে জায়গা করে নিয়ে (Megh vs Phulki)। কিন্তু কে, কাকে হারাতে পারে এটাই এখন দেখার বিষয়। দর্শক বিচার করবেন কে সেরা? শুরু হয়েছে মেঘ আর ফুলকির মধ্যে ভোট। আপনারাই বেছে নিন পছন্দের অভিনেত্রীকে।