লেখাপড়ায় তেমন মন ছিল না, টুকলি করে মাধ্যমিক পাশ! উচ্চ মাধ্যমিকে ডাব্বা পেয়েছেন যে বলিউড তারকারা, জানলে আপনার চোখ কপালে উঠবে

নায়ক নায়িকাদের জীবনকে সবাই পছন্দ করে। তাঁদের জীবন সম্পর্কে জানার ইচ্ছাও মানুষের কম নয় । বলিউডের (BOLLYWOOD) তারকাদের শুধু দেশে নয়, গোটা বিশ্ব জুড়ে খ্যাতি। এমনকী অনেকের স্বপ্ন বলিউডের অভিনেত্রীদের মতন জীবন ধারণ করতে। কারণ তাঁদের জীবন ধারণ, রাজকীয় ছাড়া কোনও অংশে কম হয় না।

আরো পড়ুন : ৮ বছরে চেহারার আমূল পরিবর্তন, সেই ছোট্ট ভুতু এখন কত সুন্দরী হয়েছে দেখুন

তবে তাঁদের এই খ্যাতি কিন্তু নিজেদেরকেই আনতে হয়। তাঁদের লাইফস্টাইল, সম্পর্ক খাওয়া-দাওয়া সবটাই গোছানো। তেমনি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময়ে চলে কানাঘুঁষো। বলিউডের তারকারা গোটা বিশ্বের ক্রাশ, তাই তাঁদের উপর নজর রয়েছে সবার। প্রিয় তারকারা পড়াশোনায় কতদূর করেছেন তা কি কেউ জানেন , অনেকেই হয়তো জানেন না, আজকের প্রতিবেদনে সেটিই জেনে নেই চলুন । সবার প্রথমেই বলবো ক্যাটরিনা কইফের কথা । 

Katrina, বলিউড, লেখাপড়ায় তেমন মন ছিল না, টুকলি করে মাধ্যমিক পাশ! উচ্চ মাধ্যমিকে ডাব্বা পেয়েছেন যে বলিউড তারকারা, জানলে আপনার চোখ কপালে উঠবে

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, হংকং-এ জন্মগ্রহণ করেছেন। তাঁর বেশ কয়েকটি ভাইবোন রয়েছে। তাঁরা ৮ ভাই-বোন। ক্যাটরিনা কাইফ মাত্র ১৪ বছর বয়সে মডেলিং করেন, তাই তিনি বেশিদূর পড়াশোনা করতে পারেননি।

Kangana Ranaut, বলিউড, লেখাপড়ায় তেমন মন ছিল না, টুকলি করে মাধ্যমিক পাশ! উচ্চ মাধ্যমিকে ডাব্বা পেয়েছেন যে বলিউড তারকারা, জানলে আপনার চোখ কপালে উঠবে

কঙ্গনা রানাউত (Kangana Ranaut): আজ, তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে চাওয়া-পাওয়া অভিনেত্রী দের মধ্যে একজন। কঙ্গনার জন্ম হিমাচল প্রদেশের মান্ডি জেলার এক রক্ষণশীল পরিবারে। তিনি ১২-তম শ্রেণীতে রসায়ন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে, অভিনয়কে পেশা বানাতে মুম্বইতে চলে আসেন। মুম্বইয়ে এসে তিনি অল্প বেতনের থিয়েটারে অভিনয় করেন।

Arjun Kapoor, বলিউড, লেখাপড়ায় তেমন মন ছিল না, টুকলি করে মাধ্যমিক পাশ! উচ্চ মাধ্যমিকে ডাব্বা পেয়েছেন যে বলিউড তারকারা, জানলে আপনার চোখ কপালে উঠবে

অর্জুন কাপুর (Arjun Kapoor): অর্জুন কাপুর শিক্ষাজীবনে কখনই আগ্রহী ছিলেন না। তিনি প্রাথমিক জীবনে চেহারায় খুবই ভারী ছিলেন এবং তাঁর ওজন ছিল প্রায় ১৪০ কেজি। এই কারণে, তিনি কখনও আত্মবিশ্বাসী ছিলেন না। সঙ্গে অলসও ছিলেন। অর্জুন কাপুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার আগে একটি পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন, তারপর পড়াশোনা ছেড়ে দেন।

Karisma Kapoor, বলিউড, লেখাপড়ায় তেমন মন ছিল না, টুকলি করে মাধ্যমিক পাশ! উচ্চ মাধ্যমিকে ডাব্বা পেয়েছেন যে বলিউড তারকারা, জানলে আপনার চোখ কপালে উঠবে

করিশ্মা কাপুর (Karishma Kapoor): করিশ্মা কাপুর অভিনয়ের জন্য অল্প বয়সেই স্কুল ছেড়ে দেন। মাত্র ষষ্ঠ শ্রেণীতেই স্কুল ছাড়তে হয় তাঁকে। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রেম কয়েদি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

Kajol, বলিউড, লেখাপড়ায় তেমন মন ছিল না, টুকলি করে মাধ্যমিক পাশ! উচ্চ মাধ্যমিকে ডাব্বা পেয়েছেন যে বলিউড তারকারা, জানলে আপনার চোখ কপালে উঠবে

কাজল (Kajol): বলিউডে ৯০ দশক থেকেই রাজত্ব করে চলেছেন অভিনেত্রী কাজল। কাজলের বাবা-মা আলাদা হওয়ার পর কাজল পড়াশোনা ছেড়ে দেন। এরপর তিনি রাহুল রাওয়েলের বেখুদি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন।

Leave a Comment