গত বছরই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বাসু(Bipasha Basu) । করণ সিং গ্রোভার (Karan Singh Grover)ও বিপাশা বাসুর একমাত্র কন্যার (Bipasha Basu Daughter) নাম দেবী বসু সিং গ্রোভার (Devi Basu Singh Grover)। মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছিল অভিনেত্রীর। তবে এই মুহূর্তে তাঁদের সুখের জীবনে নেমে এসেছে অসুখ। আসলে অভিনেত্রীর এক মাত্র মেয়ের শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ। সোশ্যাল মিডিয়াতে এ কথা নিজেই জানান অভিনেত্রী। এ কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
লাইভে এসে কেঁদে ভাসালেন অভিনেত্রী বিপাশা
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের একটি লাইভ সেকশনে নেহা ধুপিয়ার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী বিপাশা বাসুকে। সেই সময়ই মেয়ের প্রসঙ্গ তুলে কেঁদে ফেলেন অভিনেত্রী। তিনি এই লাইভ শো এ জানান, তাঁর মেয়ের জন্মের তিন দিনের মধ্যেই তাঁর হার্টে দুটো ছিদ্র ধরা পড়েছে। যার মধ্যে একটি ছিদ্র বেশ বড় ছিল। এরপর থেকেই করণ ও বিপাশা তাঁদের মেয়েকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন।
View this post on Instagram
জন্মের তিন মাসের মধ্যে সার্জারি করতে হয় বিপাশা কন্যার
বিপাশা আরো জানান যে, জন্মের তিন মাসের মধ্যেই মেয়ের হার্টে সার্জারি করাতে হয়। এই ছোট্ট বয়সে দেবীর হার্টে ৬ ঘন্টা ধরে অস্ত্রপচার করা হয়। সার্জারির পর প্রায় দুই মাস তাঁরা মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন। আকাশ ভেঙেপড়েছিল তাঁদের মাথায়। তবে সার্জারির দুই মাস পর চিকিৎসকরা জানিয়েছেন, দেবী পুরোপুরি বিপদ মুক্ত। আর লাইভে এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
এখন মেয়ে অনেকটাই বিপদমুক্ত
View this post on Instagram
প্রসঙ্গত, ২০১৬ সালে বিয়ে করেছেন বিপাশা বাসু ও করণ সিং গ্রোভার। সে সময় অনেকেই বলেছিলেন তাঁদের এই বিয়ে বেশিদিন টিকবে না। তবে সকলকে ভুল প্রমাণ করে প্রায় ৭ বছর সুখে সংসার করছেন তাঁরা। এরপর তাঁদের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান। জন্মের পর থেকে মেয়েকে নিয়ে কঠিন সময় কাটিয়েছেন তাঁরা। তবে এখন তাঁদের মেয়ে পুরোপুরি সুস্থ।