শ্রেয়া ঘোষালকে অপমান, গর্জে উঠলেন অরিজিৎ! ফের নিজের ব্যবহারে সকলের মন জিতে নিলেন গায়ক

অরিজিৎ সিং এমন একজন মানুষ যাকে সকলেই ভালোবাসে। তার ব্যবহার সকলকে মুগ্ধ করেছে। তিনি সোস্যাল মিডিয়ায় তেমন থাকেন না তবে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব সাইটেই তার অফিসিয়াল ব্লু টিক প্রোফাইল আছে। এই আইডি গুলিতে বিভিন্ন পোস্ট করে তার টিম। তবে তিনি একটি নিজস্ব প্রোফাইল চলনা করেন টুইটারে। ব্লু টিক না থাকলেও তার অনুগামীরা জানে প্রোফাইলটি অরিজিৎ সিং নিজেই চালনা করে। তাঁর প্রোফাইলের নাম @atmojoarjolojo.

এই প্রোফাইলে অনেক সেলিব্রেটিরাও ফলো করেন। এক লক্ষের বেশি ফলোয়ার আছে এই প্রোফাইলে। সম্প্রতি এই প্রোফাইলে একটি পোস্ট দেখা যায়। শান্ত স্বভাবের অরিজিৎ সিং -কে এভাবে মেজাজ হারাতে দেখেননি নেটিজেনরা।সম্প্রতি “পাসুরি” গানের রিমেক গেয়ে সোস্যাল মিডিয়ায় আলোচিত বিষয় হলো অরিজিৎ সিং। এই গান শুনে সোস্যাল মিডিয়ায় দুই ধরনের মানুষ দেখা যাচ্ছে। কেউ কেউ এই গানের পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ অরিজিতের এই রিমেক গান শুনে সমালোচনা করছেন।

সোস্যাল মিডিয়ায় এই সমালোচকদের জবাবেই অরিজিৎ সিং তার টুইটার করেছেন তাদের উদ্দেশ্যে। বর্তমানে বলিউডে বা টলিউডে যেকোনো গান গেয়ে জনপ্রিয়তা পায় অরিজিৎ সিং। অরিজিৎ সিং গাওয়া গান মানেই তা হিট। তবে তার এই সফলতার পরেও তিনি সিনিয়রদের প্রতি তার শ্রদ্ধা কোনো অংশে কমেনি। তার সহজ সরল জীবনযাপন আরো মানুষকে মুগ্ধ করে।

তবে এই সমালোচকদের উদ্দেশ্য তিনি টুইট করেন,“আমি শেষবারের মতোন বলছি, শ্রেয়া ঘোষাল একজন কিংবদন্তী, ওনাকে অপমান করা বন্ধ করুন এখন ই। সোনু নিগম আমার আদর্শ, ওনার সঙ্গে আমরা তুলনা করাও বন্ধ হোক। কেকে আমার মেন্টর ছিলেন ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। মৌহিত চৌহান এমন একজন মানুষ যাকে আমি অনেক সন্মান করি। আতিফ আসলাম এমন একজন শিল্পী যাকে আমি ভালোবাসি।”

অরিজিৎ সিং এর এই ক্ষোভে ভরা টুইট নিমেষেই ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। নিজে এতো বড়ো শিল্পী হওয়া সত্ত্বেও বাকি শিল্পীদের প্রতি তার সম্মান‌ আবারো মুগ্ধ করেছে নেটিজেনদের।

Leave a Comment