Entertainment

দীপাকে শাস্তি দিতে গিয়ে সোনা-রুপার উপর চরম প্রতিশোধ সূর্যর! প্রমো দেখে শিউরে উঠলেন দর্শক

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে জায়গা করে আছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়ালটি। ধারাবাহিকটি প্রথম থেকেই টিআরপি শীর্ষে রয়েছে। বর্তমানের এপিসোড গুলো বেশ টান টান উত্তেজনা পূর্ন। আগামী পর্ব আরো টান টান হতে চলেছে। কেননা সূর্য দুই মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোতে এমনটাই দেখা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নিন।

ধারাবাহিকের প্রতিটি এপিসোড এখন টুইস্টে ভরা। আগের পর্বে দেখে গিয়েছে সোনা-রুপার স্কুলে স্বাধীনতা দিসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোনা রুপার স্কুলের এই অনুষ্ঠানে সূর্য ও দীপা ছাড়াও হাজির হয়েছিলেন কবির। যাকে সূর্য একেবারেই দেখতে পারেন না। ফলে কবিরকে সূর্য মারতে যায় যায় অবস্থা। কবির বোঝানোর চেষ্টা করলেও, সূর্য কিছুই শুনতে চায় না।

এদিকে স্কুলের ওই অনুষ্ঠানে আরেকটি ঘটনা ঘটে। সন্ত্রাসবাদীরা স্কুলে বল ব্লাস্ট করার পরিকল্পনা নেয়। যে পরিকল্পনার কথা জেনে যায় দীপা। এই খবর জানতে পেরে দীপা তড়িঘড়ি স্কুলে পৌঁছায় এবং সন্ত্রাসবাদীদের হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এর সাথে দীপা নিজে বোমা টা নষ্ট করে দেয়। এখানেও দর্শকরা দীপা আর সূর্যের মধ্যে কিছুটা ভালোবাসার ঝলক দেখতে পান।

তবে গল্পের টুইস্ট দেখা যাবে আগামী পর্বে। যেখানে সূর্য তার দুই মেয়েকে নিয়ে দূরে চলে যেতে দেখা যাবে। আসলে সোনা যে সূর্যের মেয়ে সে কথা জানতে পেরেছে সে। এতদিন নিজেকে ঠান্ডা রেখেছিল। তার কারণ মনে মনে নতুন পরিকল্পনা করছিল। এখন সেই পরিকল্পনাই বাস্তব করতে যাচ্ছে। তার এক ঝলক দেখা গিয়েছে প্রোমোতে। যেখানে দুই মেয়েকে বেড়াতে যাওয়ার নাম করে গাড়িতে তোলে এবং মনে মনে বলতে থাকে অনেক দূরে চলে যাবে তারা। তাহলে কি দীপার থেকে দুই মেয়েকে আলাদা করতে দূরে কোথাও চলে যাবে সূর্য? জানতে হলে চোখ রাখুন ধারাবাহিকের আগামী পর্বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button