‘মহানায়ক’ সম্মান পেতেই নেটপাড়ায় ট্রোলের শিকার! নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন নতুন ‘মহানায়ক’ অঙ্কুশ

চলতি বছর রাজ্য সরকারের তরফ থেকে ‘মহানায়ক সম্মান’এ (Mahanayak Samman) ভূষিত করা হয়েছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Gangyly) সহ টলিউডের (Tollywood) একাধিক জনপ্রিয় তারকাকে। পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ্যে আসা মাত্রই একদিকে একদিকে যেমন শুভেচ্ছার ঢল নেমেছে, তেমনই আবার শুরু হয়েছে বিতর্কও। অঙ্কুশ আদৌ এই ‘মহানায়ক’ উত্তম কুমারের নামে নামাঙ্কিত এই পুরস্কার পাওয়ার যোগ্য কিনা উঠেছে সেই প্রশ্নও।

চলতি বছর সম্মানীয় ‘মহানায়ক সম্মান’এ ভূষিত করা হয়েছে কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এছাড়াও অভিনয় জগত থেকে দূরে থাকলেও এই পুরস্কারে ভূষিত করা হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

Ankush Hazra

প্রত্যেক বছর ২৪ জুলাই তথা উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীর দিন রাজ্য সরকারের তরফ থেকে ‘মহানায়ক সম্মান’র আয়োজন করা হয়। বিনোদন দুনিয়ার যোগ্য তারকাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অতীতে ‘মহানায়ক’, ‘মহানায়িকা’ সম্মানে ভূষিত করা হয়েছে দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, সোহম চক্রবর্তীদের।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

এবার পেয়েছেন শুভশ্রী-অঙ্কুশরা। তবে পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ায় হাসাহাসি শুরু হয়েছে। মহানায়ক’ উত্তম কুমারের নামে নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করার যোগ্যতা অঙ্কুশের রয়েছে কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে। অবশেষে নীরবতা ভেঙে সপাট জবাবে সবার মুখ বন্ধ করে দিলেন অভিনেতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন ।পরে সেই ‘ছবি শেয়ার করে লিখেছেন, পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম। প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মতো একজন সামান্য ‘নায়ক’কে সরকারের তরফ থেকে এই ‘মহানায়ক’ সম্মানটি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেবো যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি ‘ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন… যোগ্যতা পরিশ্রমন করে নিজে অর্জন করো।‘

Leave a Comment