বোন থেকে বউ হয়েছেন বাংলা টেলিভিশনের (Bengali Television) এক অভিনেত্রী। সম্প্রতি দিদি নং ওয়ান শো এ এসে এ কথা নিজেই জানালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Roychowdhury)। অবাক হচ্ছেন নিশ্চই। ভাবছেন বোনকে কেউ বউ করে? তবে এটা ঘটেছে। কিন্তু এর পিছনে রয়েছে এক অন্য কাহিনী। জানতে চান এর পিছনের আসল কাহিনী? তাহলে আজকের প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Roychowdhury) বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। তিনি গত বছরই বিয়ে করেছেন বাংলা টেলিভিসিনের জনপ্রিয় মুখ সুদীপ সরকারকে (Sudip Sarkar)। দুজনেই বাংলা সিরিয়াল থেকে শুরু করে ওয়েবসিরিজে কাজ করেছেন। অনেক সিরিয়াল অনন্দিতাকে সুদীপের বোনের চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে। আর পর্দার এই ভাই বোনের সম্পর্ক থেকে কিভাবে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে উঠলো চলুন জেনে নিন।
আসলে সম্প্রতি বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো দিদি নং ওয়ান (Didi No 1)-এ উপস্থিত হয়েছিলেন এই তারকা জুটি। জানিয়ে রাখি, অনেক সময় দিদি নং ওয়ান এ তারকারা আসেন এবং তাঁদের জীবনের নানা গল্প শোনান রচনা ব্যানার্জিকে। (Rachana Banerjee) এবারেও তেমনটাই হয়েছে। এই শো-এ এসে অনিন্দিতা জানিয়েছেন সুদীপ তাঁর স্বামী হলেও, একটি সিরিয়ালে দাদা হয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি আর সুদীপ একসঙ্গে গোয়েন্দা গিন্নি বলে একটা ধারাবাহিকে কাজ করি। সেখানে আমি ওর বোন আর ও আমার দাদা হয়েছিল। সিনে দেখানো হয় যে আমি মারা গেছি। আর ও আমায় ধরে কাঁদছে।’
অভিনেত্রীর এই কথা শুনে সেখানে উপস্থিত বাকি প্রতিযোগীরাও হেসে ফেলেন। সঞ্চালক রচনাও বলে বসলেন, ‘বোন থেকে সোজা বউ। বোন রে ওঠ রে করতে করতেই সোজা বউ হয়ে গেলি।’ বলে রাখি, অনিন্দিতা ও সুদীপের বিয়ের দেড় বছর কেটে গিয়েছে। তাঁরা বেশ সুখেই সংসার করছে। মাঝে মধ্যেই স্বামী স্ত্রীতে ঘুরতে বেরিয়ে পড়েন। ঝগড়া খুনসুটি তো লেগেই থাকেন। এক কথায় সুখেই আছেন তাঁরা।