ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi) বাঙালিদের কাছে একটা আবেগের নাম। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র হলো ব্যোমকেশ বক্সী। এই চরিত্র সৃষ্টি করেছেন বিখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবার এই চরিত্রে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। আর এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। কি বললেন তিনি? চলুন বিস্তারিত জেনে নিন।
প্রসঙ্গত, ব্যোমকেশ নিয়ে বড় পর্দায় একাধিক সিনেমা তৈরি হয়েছে। উত্তম কুমার থেকে শুরু করে বর্তমান সময়ের আবির, অনির্বান প্রমুখ অভিনেতাদের এই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার দেবকেও ব্যোমকেশ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আসলে দেব (Dev) অভিনীত নতুন ছবির নাম ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ (Byomkesh o Durgo Rahosy) । ছবিটি মুক্তি পাবে আগামী ১১ই অগাস্ট।
দেবকে এই প্রথম ব্যোমকেশ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর আগে বাংলা ছবিতে আবির ও অনির্বাণকে এই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তারও আগে মহানায়ক উত্তম কুমারকে (Uttam Kumar) ব্যোমকেশ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে আবির (Abir Chatterjee) ও অনির্বান (Anirban Bhattacharya) এই চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে অম্বরিশের কথায়, উত্তম কুমারের পর দেবই ব্যোমকেশ হিসাবে সেরা।
জানিয়ে রাখি, অম্বরিশ বাংলা সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেতা। তাঁকে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে অজিতের ভূমিকায় দেখা যাবে। একটা দশক বাংলা সিনেমায় অভিনয় করলেও এই প্রথম দেবকে ব্যোমকেশ চরিত্রে দেখা যাবে। তবে প্রথম দিকে এ জননী দেবকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছিল। যাইহোক অম্বরিশ দেবের সাথে অনেক ছবিতেই কাজ করেছেন। অনির্বানের সঙ্গেও কাজ করেছেন। তবে ব্যোমকেশ হিসাবে তিনি অনির্বানের থেকে দেবকেই আগে রাখবেন বলে জানান।