Ambarish Bhattacharya: ৪০ পেরিয়েও অবিবাহিত! কেন বিয়ে করলেন না ‘পটকা’ অম্বরীশ ভট্টাচার্য

বাংলা সিনেমা বলুন কিংবা সিরিয়াল সব জায়গায় জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। তাঁর বয়স ৪০ এর উপরে। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ (Byomkesh O Durgo Rahasya)। অভিনয় জীবনে সাফল্যে পেলেও এই বয়সে এসে আজও একাকী জীবন কাটাচ্ছেন তিনি। তাঁর জীবনে বহু নারীই এসেছে। তবে কাউকেই তিনি বিয়ে করেন নি। কেন বিয়ে না করে একাকী জীবন কাটাচ্ছেন অভিনেতা? জেনে নিন এই প্রশ্নের উত্তর।

Ambarish Bhattacharya
Image Source Google

বর্তমানে বাংলায় যে সব কৌতুক অভিনেতা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন অম্বরিশ(Ambarish Bhattacharya)। তিনি প্রথম জীবনে থিয়েটার করতেন। এরপর ছোট পর্দার  ‘রাজা অ্যান্ড গজা’ (Raja & Gaja) সিরিয়াল দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। বর্তমানে বিরসা দাশগুপের হাত ধরে অজিতের চরিত্রেও অভিনয় করে ফেলেছেন তিনি।  ‘রাজা অ্যান্ড গজা’-র গজা বলুন কিংবা ‘খড়কুটো’র পটকা সব চরিত্রই মন কেড়েছে দর্শকদের।

Ambarish Bhattacharya1
Image Source Google

একসময় বহু সিরিয়ালে দেখা গেলেও, আজ তিনি সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজে জুটিয়ে কাজ করে চলেছেন। আর এরই মাঝে তাঁর ভক্তদের মনে একটি প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে। অনুরাগীদের প্রশ্ন, কেন অভিনেতা আজও বিয়ে করেন নি? কবে তিনি বিয়ে করবেন? বিশেষ করে অজিত চরিত্রে অভিনয়ের পর থেকে অভিনেতার প্রেম নিয়ে হাজারো চর্চা শুরু হয়েছে। অনুরাগীদের প্রশ্ন, তাঁর জীবন কি অজিতের মতোই নারী বর্জিত?

Ambarish Bhattacharya2
Image Source Google

তবে এ বিষয়ে অভিনেত্রী সাফ জানিয়েছেন, তাঁর জীবনে অনেক নারীই আছেন। নারীদের মন তিনি বোঝেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা তিনি বলেন। তবে তাঁর জীবন নারী বর্জিত না হলেও, স্ত্রী বর্জিত বটে। অভিনেতা সংসার করতে চান না, বরং সারাজীবন অভিনয় করেই কাটিয়ে দিতে চান। তিনি মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন। মানুষের সঙ্গে মিশে নানা অদ্ভুত চরিত্রের মানুষ খুঁজে পেয়েছেন তিনি, যাদের তিনি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বলে রাখি, অভিনেতার জীবনে এক সময় প্রেম এসেছিল। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।


Leave a Comment